এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > অবশেষে অপেক্ষার অবসান? বাজারে আসতে চলেছে করোনার টীকা? স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় জল্পনা

অবশেষে অপেক্ষার অবসান? বাজারে আসতে চলেছে করোনার টীকা? স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনা পরিস্থিতির শুরু থেকেই দেখা গেছে, আমেরিকায় মাত্রাতিরিক্ত সংক্রমণ ছড়িয়েছে। লাখ লাখ মানুষ আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছেন যেভাবে, মারাও গেছেন সেভাবেই। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করোনায় আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে আর কিছুদিনের মধ্যেই আমেরিকায় হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। আর সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে বিরোধী আক্রমণের মুখে পড়তে হচ্ছে। বিরোধী শিবির থেকে দাবি তোলা হচ্ছে, আমেরিকার করোনা পরিস্থিতি মোটেই সামাল দিতে পারেননি ট্রাম্প।

কিন্তু এসবের মধ্যেও এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন সুখবর। তিনি জানিয়েছেন। আর হয়তো কিছুদিনের মধ্যেই আমেরিকায় আসতে চলেছে করোনা ভ্যাকসিন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট শিবিরের জো বিডেন আগামী শীতে আমেরিকায় করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলে মনে করছেন। আর সেক্ষেত্রে তিনি বরাবরের মতন ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করেছেন করোনা নিয়ন্ত্রণ না করার জন্য। এদিকে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, আমেরিকায় হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই করোনার ভ্যাকসিন সম্পর্কে ঘোষণা হবে।

বৃহস্পতিবার একটি বিতর্কে অংশ নেন ট্রাম্প ও বিডেন। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন ডোনাল্ড ট্রাম্পকে উল্লেখ করে বলেন, আমেরিকায় দু লক্ষ কুড়ি হাজার মানুষ মারা গিয়েছে করোনায় এবং সে ক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য যে উপযুক্ত নন ডোনাল্ড ট্রাম্প, সেকথা স্পষ্ট করে দেন তিনি। আর তার পরেই তিনি বলেন, আগামী সময়ে একটি অন্ধকারাচ্ছন্ন শীতকাল আসতে চলেছে আমেরিকায়, যেখান থেকে বাঁচার কোন রকম উপায় নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং মার্কিন প্রেসিডেন্টেরও কোনো পরিকল্পনা নেই তা থেকে বাঁচার বলে দাবী করেন তিনি। অন্যদিকে ট্রাম্প পাল্টা জানিয়েছেন, অন্ধকারাচ্ছন্ন শীতকাল বলে কিছু হয়না। এর সাথেই তিনি জানিয়েছেন, আর কিছুদিনের মধ্যে আমেরিকায় আসতে চলেছে ভ্যাকসিন। কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকার ঘোষণা হবে এই নিয়ে। এদিনের বিতর্কে প্যারিস আবহাওয়া চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে আসার কথা ওঠে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ সম্পর্কে আবার জোরালো বক্তব্য পেশ করেন ডোনাল্ড ট্রাম্প।

আর সেক্ষেত্রে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট চীন, ভারত ও রাশিয়াকে একই সারিতে বসিয়েছেন। এবং তাতে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে।  মার্কিন প্রেসিডেন্টের মতে, চীন, ভারত এবং রাশিয়া বাতাস দূষিত করছে। আর চুক্তির নামে আমেরিকার কাছ থেকে হাজার হাজার কোটি ডলার নেওয়া হচ্ছিল সেখানে কিন্তু আমেরিকার স্বার্থরক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি। তাই তিনি বেরিয়ে এসেছেন। একই সাথে তিনি জানিয়েছেন, লক্ষ্য লক্ষ্য চাকরির সুযোগ তিনি নষ্ট করতে পারবেন না এবং হাজার হাজার কোম্পানির ক্ষতি করতে পারবেন না। প্রসঙ্গত, প্যারিস আবহাওয়া চুক্তি কিন্তু সারা বিশ্বের গ্লোবাল ওয়ার্মিং ইস্যুতে তৈরি করা। বারাক ওবামার আমলে আমেরিকা এই প্যারিস চুক্তিতে স্বাক্ষর করে।

কিন্তু গত বছর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপুঞ্জে আমেরিকা জানিয়ে দেয়, তাঁরা ওই চুক্তি মানবে না। একই সাথে ভারত সম্পর্কে ট্রাম্পের বিরূপ মন্তব্য ভারত অধিবাসীরা কেউ ভালো চোখে দেখছেন না। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, বিতর্কে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যেভাবে করোনার ভ্যাকসিনের কথা বলেছেন, তাতে করে মনে করা হচ্ছে শুধুমাত্র বিতর্ক থেকে বাঁচতেই ট্রাম্পের এই উক্তি। করোনার ভ্যাকসিন নিয়ে শুধু আমেরিকা নয়, সারা বিশ্ববাসীর অপেক্ষা। তাই মার্কিন প্রেসিডেন্ট ভ্যাকসিন নিয়ে যে আশ্বাস দিলেন তা কিন্তু আশার আলো দেখাচ্ছে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!