এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মোদীর পুজো উদ্বোধনে বিধানসভার আগে আতঙ্কে তৃণমূল? ফিরহাদের নজিরবিহীন আক্রমনে উঠছে প্রশ্ন

মোদীর পুজো উদ্বোধনে বিধানসভার আগে আতঙ্কে তৃণমূল? ফিরহাদের নজিরবিহীন আক্রমনে উঠছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক তৎপরতা চোখে পড়ছে। সম্প্রতি দুর্গাপূজা নিয়ে এই দুই দল উঠেপড়ে লেগেছে প্রতিযোগিতায় নামতে। একদিকে যেমন তৃণমূল নেত্রী কলকাতা শহর থেকে শুরু করে জেলায় জেলায় পুজো উদ্বোধন করেছেন ভার্চুয়ালি, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভার্চুয়ালি বাংলার পুজো উদ্বোধনে এগিয়ে এলেন। গতকাল সল্টলেক ইজেডসিসি স্টেডিয়ামে তিনি পুজো উদ্বোধন করেন আপাদমস্তক বাঙালিয়ানায় মুড়ে।

কিন্তু প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ নিয়ে তাকে এবং গেরুয়া শিবিরকে এদিন তীব্র কটাক্ষ করেন তৃণমূলের পক্ষ থেকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিশেষজ্ঞদের মতে, বাংলায় একুশের নির্বাচনে আগে প্রধানমন্ত্রীর এভাবে এগিয়ে আসা তৃণমূলের কপালে কিন্তু কিছুটা হলেও ভাঁজ ফেলেছে। আর তারই ফলশ্রুতি হিসেবে ফিরহাদ হাকিমের নজিরবিহীন আক্রমণ। এদিন ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেছেন, গত 6 বছর ধরে তিনি কোথায় ছিলেন?

হঠাৎ করে একুশের বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপূজা নিয়ে তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির বলে তিনি দাবি করেন। প্রসঙ্গত, এবছরের ষষ্ঠীতে কলকাতার দুর্গা পুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে। রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছাও জানান তিনি। আর তারপরেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম শুরু করেছেন তীব্র কটাক্ষ। এদিন ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সরাসরি প্রশ্ন করেছেন, এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষের সামনে আসেননি কেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একুশের বিধানসভা নির্বাচনে দুর্গাপুজোকে ব্যবহার করছে গেরুয়া শিবির বলে দাবী করেন রাজ্যের পুরমন্ত্রী। তবে ফিরহাদ হাকিম এদিন হুঁশিয়ারি দিয়েছেন, বিহার ও উত্তরপ্রদেশের কাছে বাংলা মাথা নোয়াবে না। অন্যদিকে পুরমন্ত্রী এদিন ক্ষোভ প্রকাশ করেন রেস্তোরাঁ, শপিংমল, সিনেমাহল সব খুলে যাওয়ায় এবং পাশাপাশি তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশে দুর্গাপুজোয় দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে তীব্র সমালোচনা করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে, পুজো নিয়ে রাজনীতি করছে বিজেপি।

এদিকে দিলীপ ঘোষ আবার মন্তব্য করেছেন, আদালত আদালতের কাজ করুক পুজো পুজোর মত চলুক। বিশেষজ্ঞদের মতে, দুর্গাপুজো কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে শাসক, বিরোধী দু’দলের ক্ষেত্রেই। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে স্বয়ং প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে এসেছেন বাংলায় পুজো উদ্বোধন করতে, তাতে কিন্তু যথেষ্ট চিন্তা বাড়ছে তৃণমূলের বলে মনে করা হচ্ছে। আপাতত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা যে এখন বাংলার রাজনীতির অন্যতম অংশ হয়ে উঠেছে সেকথা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!