এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শাসকদলের বিরুদ্ধে গণবিদ্রোহে হাতে হাত বিজেপি-বাম-কং-এর

শাসকদলের বিরুদ্ধে গণবিদ্রোহে হাতে হাত বিজেপি-বাম-কং-এর

শাসকদলের বিরুদ্ধে গণবিদ্রোহে হাতে হাত বিজেপি-বাম-কং-এর।পঞ্চায়েত নির্বাচনে কান্দিতে তৃণমূল কংগ্রেস দলকে মনোনয়ন জমা দিতে দিচ্ছে না অভিযোগ একযোগে কংগ্রেস, বিজেপি ও সিপিআইএমের । এই নিয়ে আজ কান্দিতে মিছিল করে কংগ্রেস। সেই মিছিলে হামলা করা হয় আর সেই হামলার অভিযোগ তৃণমূলের দিকে। অভিযোগ পুলিশের সামনে হামলা হলেও কোনো ব্যাবস্থা নেয়নি পুলিশ আর তাই এরপর ওই হামলার প্রতিবাদে থানা ঘেরাও করে কংগ্রেস।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একজোট হয়ে তাদের সঙ্গে থানা ঘেরাও করে সিপিআইএম ও বিজেপিও।এদিন দোষীদের গ্রেপ্তার সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। পুলিশ থানা থেকে বিক্ষোভকারীদের বাইরে বের করে দেওয়ার পর অধীরবাবু কর্মীদের নিয়ে থানার ভিতরে যান।কিন্তু পুলিশ কোনো অভিযোগ নেয়নি বলে অভিযোগ অধীরবাবুর। এই নিয়ে অধীর চৌধুরি বলেন, “হাইকোর্টের নির্দেশকে অমান্য করছে পুলিশ। অভিযোগপত্র নিচ্ছে না। তাঁদের কর্মীরা মনোনয়ন জমা দিতে পারেননি। মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে মারধর করা হয়েছে। সেই অভিযোগও পুলিশ নিতে চাইছে না। তাহলে আমরা কোথায়, কার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করব? সুবিচারের জন্য কার কাছে যাবে সাধারণ মানুষ?” অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা গৌতম রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যে, তাঁদের দলের কেউ এই হামলার সঙ্গে জড়িত নয়। তাঁরাই অধীর চৌধুরিকে মনোনয়নপত্র জমা করার ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন। তাঁদের কারও উপর হামলা করার দরকার নেই। তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে। তা দেখে সাধারণ মানুষ ভোট দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!