এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলবদলের হিড়িক, প্রার্থী বাছাইয়ে কি সিদ্ধান্ত বিজেপির!

দলবদলের হিড়িক, প্রার্থী বাছাইয়ে কি সিদ্ধান্ত বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা ভোটে প্রার্থী তালিকা নিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বিক্ষোভ বাড়তে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির অন্দরেও। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে কারা প্রার্থী হবেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এমনকি প্রথম দুই দফা ভোটের জন্য বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ হতেই অনেক বিধানসভা কেন্দ্রে কর্মী-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ‌।

স্বাভাবিক ভাবেই একদিকে যখন বিজেপি অন্য দল থেকে আসা নেতাকর্মীদের গ্রহণ করছে, তখন তাদের যদি প্রার্থী না করা হয়, তাহলে সেই দলবদলুদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে পারে। অন্যদিকে যদি নতুনদের এভাবে প্রার্থী করে দেওয়া হয়, তাহলে পুরোনো নেতাকর্মীরা সরব হতে পারেন। স্বাভাবিক ভাবেই এখন পরবর্তী প্রার্থী তালিকা নিয়ে বিজেপির কাছে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে বলেই দাবি একাংশের।

বলা বাহুল্য, বিজেপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যারা ইতিমধ্যেই দলবদল করে বিধায়ক হিসেবে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন, তাদের অনেককেই তাদের বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। তবে এখনও এই গোটা বিষয়টি চূড়ান্ত নয়। স্বাভাবিক ভাবেই প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে এখন গেরুয়া শিবিরের উপর যে চাপ ক্রমশ বাড়ছে, তা বলাই যায়। দ্রুত প্রার্থী তালিকা ঘোষণা না করলে প্রচারও সেভাবে শুরু করতে পারছে না ভারতীয় জনতা পার্টি। তাই একদিকে তৃণমূলকে পর্যুদস্ত করা এবং অন্যদিকে প্রার্থী চয়ন করা এখন রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গেরুয়া শিবিরের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের একাংশ বলছেন, ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সাংগঠনিক এবং সুশৃংখল দল হিসেবে পরিচিত। কিন্তু যত দিন যাচ্ছে, ততই তাদের বহর বাড়তে শুরু করেছে। তৃণমূল থেকে একের পর এক নেতাকর্মীরা যোগ দিতে শুরু করেছেন গেরুয়া শিবিরে। তাই এই পরিস্থিতিতে সেই সমস্ত হেভিওয়েট নেতা কর্মীরা যে কিছু প্রত্যাশা নিয়েই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন, তা বলাই যায়।

স্বাভাবিক ভাবেই তাদের যদি বিজেপি প্রার্থী না করে, তাহলে সেই সমস্ত নেতাকর্মীরা কতটা সক্রিয় হবেন, তা সংশয়ের কারণ‌। অন্যদিকে দলের পুরোনো কর্মীরা পুরনো লোকেদেরকেই প্রার্থী করা হবে বলে আশায় রয়েছেন। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে কার্যত দু-তরফা দড়ি টানাটানির মধ্যে পড়ে গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে সমস্ত কিছু সামঞ্জস্য বজায় রেখে পুরনো-নতুনের সংমিশ্রণে বিজেপি কতটা তাদের প্রার্থী তালিকায় গঠনগত রূপ দিতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!