এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হলে কাশ্মীর সত্যিই পাকিস্তানে চলে যাবে – বিস্ফোরক বিজেপি সভাপতি

মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হলে কাশ্মীর সত্যিই পাকিস্তানে চলে যাবে – বিস্ফোরক বিজেপি সভাপতি


ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ তার প্রধান কারণ হলো কাশ্মীর। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই এই সমস্যার উদ্ভব হলেও এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। উল্টে কাশ্মীরে বেড়েছে জঙ্গি হানা। সম্প্রতি জঙ্গি হানায় শহীদ হয়েছেন অনেক ভারতীয় সেনা জওয়ান। আর তার পরেই পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছে ভারতীয় সেনা। এখনো কিছুটা হলেও অশান্ত হয়ে রয়েছে কাশ্মীর।

এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যর্থ বলে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে তিনি কাশ্মীরে কয়েকদিন গিয়ে থেকে ওখানকার স্থায়ী সমাধান করবেন। আর এদিকে তৃণমূলের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে, যদি বাংলার মুখ্যমন্ত্রীকে জনগণ ভোট দিয়ে ৪২ সে ৪২ টি আসন জিতিয়ে দেন তবে জোট সরকারের প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি প্রথমেই এই কাশ্মীর সমস্যার সমাধান করবেন। শুধু তাই নয় তৃণমূলের ইস্তেহারেও এই কথা লেখা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই নিয়েই এদিন ফের তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন যে, মমতা ব্যানার্জি ভাঙ্গড় সমস্যা, সিঙ্গুর সমস্যা দূর করতে পারেননি, এমনকি সাম্প্রতিক সময়ের নেট টেট থেকে যাবতীয় সমস্যাও করতে পারেনি তৃণমূল সরকার। তৃণমূল সুপ্রিমো এখন যদি পাকিস্তান সমস্যা দূর করতে যায় তা কার্যত দিবাস্বপ্ন। এখানেই না থেমে তিনি দাবি করেন যে, মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী হন তাহলে কাশ্মীর সত্যিই পাকিস্তানে চলে যাবে।

এখনো পর্যন্ত এই নিয়ে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও রাজনৈতিকমহলের ধারণা ফের জোরদার চাপানউতোর শুরু হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!