এখন পড়ছেন
হোম > রাজ্য > তুমুল প্রতিযোগীতা,শাসকদলকে অস্বস্তিতে ফেলে সভাধিপতি হতে জমা পড়লো ২৬ বায়োডাটা

তুমুল প্রতিযোগীতা,শাসকদলকে অস্বস্তিতে ফেলে সভাধিপতি হতে জমা পড়লো ২৬ বায়োডাটা


পঞ্চায়েত নির্বাচনের পর খালি পড়ে রয়েছে পুরুলিয়া জেলার সভাধিপতি পদটি। আর এই পদ পেতেই মরিয়া ২৬ জন দাবীদার। শাসকদলের উন্নয়নের স্রোতে গাঁ ভাসাতে উদ্যোগী সকলেই। তাই এতো প্রতিযোগীতা। আপাতত তৃণমূলের দলীয় অন্দরে এ নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে শীর্ষ নেতৃত্বদের। তৃণমূলের তরফের বিদায়ী পুরুলিয়া জেলাসভাধিপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতোর তরফ থেকে জানা গেছে এবারে পূর্ণাঙ্গ স্বচ্ছতা এবং গণতান্ত্রিক নীতি মেনেই নির্বাচন করা হবে পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতির পদটি। এই একই নীতি মেনে আগে বেছে নেওয়া হয়েছিলো জেলা পরিষদের প্রার্থীর তালিকায়। এমটাই দাবী তাঁর। দলীয় সূত্র থেকে জানা গেলো যে, ১৬৮ টি বায়োডাটা জমা পড়েছিলো জেলা পরিষদের ৩৮ টি আসনে। সেখান থেকেই ঠিক করা হয় প্রার্থী। এবারেও এমন পদ্ধতিই অবলম্বন করা হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আরো জানা গেছে যে, সভাপতি পদের জন ২৬ জন দাঁড়িয়ে থাকলেও পছন্দের তালিকায় উল্লেখ রয়েছে চারজনের। এঁরা হলেন হেমন্ত রজক,সৌমেন বেলথরিয়া,গুরুপদ টুডু এবং সুজয় বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় প্রাক্তণ সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর নাম থাকলেও গেলো নির্বাচনে ৯০০০ এর বেশি ভোটে হেরে যাওয়ায় তাঁর নামটি ওই পদের দাবীদার লিস্ট থেকে হটানো হয়েছে। তবে হটলিস্টে ‘চারজন’ থাকলেও আশেপাশে থাকতে দেখা যাচ্ছে জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী তথা নারী ও শিশু কল্যাণের বিদায়ী কর্মাধ্যক্ষ নিয়তি মাহাতো, মন্ত্রী শান্তিরাম মাহাতোর ভাইপো মেঘদূত মাহাতো, বন এবং ভূমি কর্মাধ্যক্ষ হলধর মাহাতো এবং জেলা সম্পাদক সুমিতা সিং মল্লরকে। এঁরাও মরিয়া হয়ে রয়েছে সভাধিপতি পদটি পাওয়ার জন্যে।

তবে সবদিক বিবেচনা করেই একবারের জন্যেই সভাধিপতি নির্বাচনের বিষয়টি মেটাতে চাইছেন তৃণমূল নেতৃত্বরা। সামনে লোকসভা ভোট এবং উদ্দেশ্য বিজেপি হটানো এটাও মাথায় আছে তাঁদের। কোনো সাংগঠনিক দক্ষ লোকই পাবে পদটি এমনটাই তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গে এসেছে জয়ী তরুণ তুর্কি সুজয় বন্দ্যোপাধ্যায় এর নাম। লাগাতার পাঁচবার পঞ্চায়েত ভোটে জিতেছেন তিনি। কাজেই তাঁর সাংগঠনিক দক্ষতা নিয়ে কোনো সংশয়ের অবকাশই নেই। এর পাশাপাশি তিনি সামলাচ্ছেন জেলাপরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষের দায়িত্বটি। অন্যদিকে আধিবাসী সংগঠনের কথা দল গুরুত্ব দিলে আনতেই হবে অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারাণি টুডুর স্বামী আদিবাসী নেতা গুরুপদ টুডুর নাম। অন্যদিকে এই পদেরই দাবীদার আরেক তরুণ প্রশিক্ষিত নেতা এবং কাশীপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা বিধায়ক স্বপন বেলথরিয়ার পূত্র সৌমেন বেলথোরিয়া। বিটেক ডিগ্রিধারি এই যুবকের একটা ভালো ইমেজ আছে এলাকায়। এছাড়াও লিস্টে নাম আছে প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা বিদায়ী সভাধিপতি শান্তিরাম মাহাতোর ঘনিষ্ট হেমন্ত রজকের। সভাপতি হিসাবে অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই অভিজ্ঞতা কাজে লাগবে এছাড়া পরোক্ষভাবে পাওয়া যাবে সৃষ্টিধর মাহাতোর মতামত,এমনটাই ধারণা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। আপাতত পুরুলিয়া জেলা সভাধিপতি নির্বাচন নিয়ে বেশ কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে দলীয় অন্দরে। এমনটাই জানাচ্ছে রাজনৈতিক সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!