এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খেলা দেখাতে শুরু করলেন শুভেন্দু,প্রতিদিন যোগদান মেলা! বড় চমক মেজো অধিকারীর!

খেলা দেখাতে শুরু করলেন শুভেন্দু,প্রতিদিন যোগদান মেলা! বড় চমক মেজো অধিকারীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ধীরে ধীরে এবার খেলা দেখাতে শুরু করলেন শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলে তৃণমূলের যে কিছু যায় আসে না, তা শাসকদলের নানা নেতা-মন্ত্রীদের কথার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল। আর বিজেপিতে নাম লেখানোর পর নিজের বক্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছিলেন, সামনের যেদিন আসছে, তা ভয়াবহ। আর এই ভয়াবহতা যে তৃণমূলের অন্দরমহলকে ব্যাপকভাবে গ্রাস করবে, তাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

তবে শাসক দলের পক্ষ থেকে সেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলা হয়েছিল, যিনি নিজের পরিবারকে বিজেপিতে নিয়ে যেতে পারেন না, তিনি আবার বাংলাতে পদ্ম ফোটাবেন কি করে! আর তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের জবাব একদম হাতেনাতে দিলেন শুভেন্দু অধিকারী।

যেখানে নিজের ভাই সৌমেন্দু অধিকারীকে গেরুয়া শিবিরে যোগদান করিয়ে প্রতিদিন যোগদান মেলা হবে বলে জানিয়ে দিলেন। স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পর এমনিতেই তৃণমূলের ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছিল। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এই ধরনের হুঁশিয়ারি রীতিমত শাসক দলের অনেক নেতা নেত্রীর ঘুম উড়িয়ে দেবে বলেই মত বিশ্লেষকদের।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন কাঁথি শহরের ডরমেটরি মাঠে বিজেপির সভায় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর তৃনমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন। যেখানে তার সাথে কাঁথি পৌরসভার 15 জন কাউন্সিলর এবং দুজন প্রাক্তন কাউন্সিলার গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। আর নিজের ভাইকে বিজেপিতে নিয়ে এসে নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী।

বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “পয়লা জানুয়ারি শপথ নিলাম প্রত্যেকদিন জেলায় যোগদান মেলা হবে। 30 জানুয়ারির মধ্যে গণতান্ত্রিকভাবে, শিষ্টাচার মেনে রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে এমন পরিস্থিতি তৈরি করব যে, আপনারা বুঝতে পারবেন, ভারতীয় জনতা পার্টি শুধু নিরঙ্কুশ নয়, এখানে 100% সাফল্যের জায়গায় পৌঁছে গিয়েছে। বুথে বুথে নকল ভোটিং মেশিন দেখানোর মত লোক তৃণমূল খুঁজে পাবে না।” আর এখানেই আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে কি এবার ধীরে ধীরে খেলা দেখাতে শুরু করলেন শুভেন্দু অধিকারী!

তৃণমূলের পক্ষ থেকে তাকে যতই গুরুত্ব না দেওয়ার চেষ্টা করা হোক না কেন, তিনি পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন কার্যত বুঝিয়ে দিলেন যে, এবার থেকে প্রতিদিন যোগদান মেলা হবে। অনেকে বলছেন, শুভেন্দু অধিকারীকে মোটেই খাটো ভাবে দেখা উচিত হবে না তৃণমূল কংগ্রেসের। কেননা এক সময়ে তৃণমূল কংগ্রেসে থাকার সময় শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ কংগ্রেসের শক্ত ঘাঁটিগুলোতে ঘাসফুল ফুটিয়ে ছিলেন। এমনকি বিরোধীদলের জনপ্রতিনিধিদের তৃণমূল কংগ্রেসের পতাকা ধরিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি মুশকিল আসান।

স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তার ব্যক্তিগত সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও, পূর্ব মেদিনীপুর জেলায় তিনি যে এখনও যথেষ্ট প্রভাব রাখেন, তা এদিনের যোগদানের মধ্য দিয়েই আরও একবার স্পষ্ট হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি তার হুঁশিয়ারি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে আগামী দিনেও যদি এমন পরিস্থিতি চলতে থাকে, তাহলে তৃণমূল অস্তিত্ব সংকটে ভুগবে বলেই দাবি করছেন একাংশ।

তবে শুভেন্দু অধিকারী এই ধরনের হুঁশিয়ারি দিলেও, তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এদের মাথার ঠিক আছে বলে মনে হয় না। 21 বছর একটা দল করে এখন বলছেন ভুল হয়েছে। 10 বছরের সরকারের সাড়ে 9 বছর থেকে এখন সমালোচনা করছেন। সরকার খারাপ কিছু করলে তার দায় তো এদেরও নিতে হবে।”

স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে দলবদল যখন বঙ্গ রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে দাড়িয়েছে, তখন শুভেন্দু অধিকারীর এই ধরনের যোগদান মেলার হুঁশিয়ারি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যদি সত্যি সত্যিই তিনি এখন থেকে প্রতিনিয়ত পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল ভাঙিয়ে বিজেপিতে যোগদান করার খেলা শুরু করে দেন, তাহলে তৃণমূলের কৌশল কি হবে, সেটাই লক্ষণীয় বিষয় বিশেষজ্ঞদের কাছে। সবমিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!