কৈলাশ বিজয়বর্গীয়র সাক্ষাৎপ্রার্থী ভারতী ঘোষ, বাড়ল জল্পনা বিশেষ খবর রাজ্য February 5, 2018 একসময় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষকে বলা হত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খাস লোক’, কিন্তু সবং উপনির্বাচনের পর হঠাৎ করে বদলে যায় সমীকরণ। ভারতী ঘোষকে সরিয়ে দেওয়া হয় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে, বদলে তাঁকে পাঠানো হয় অত্যন্ত কম গুরুত্ত্বের এক পদে। জল্পনা বাড়ে, সবং উপনির্বাচনে তিনি নাকি বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে শাসকদলকে হারানোর পরিকল্পনা করেছিলেন। শাসকদলের বেশ কিছুই শীর্ষনেতার কথাবার্তায় সেই জল্পনা আরো গতি পায়। আর এরপরেই সবাইকে অবাক করে দিয়ে ভারতীদেবী চাকরিতে ইস্তফা দেন। এরপর তাঁর বিজেপিতে যোগদান নিয়ে বহুবার জল্পনা চললেও শেষ পর্যন্ত বিজেপি বা তাঁর তরফ থেকে এই নিয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায় নি। কিন্তু আজ কলকাতার এক ওয়েব পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী ভারতী ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করতে চান। তিনি নাকি সরাসরি কৈলাস বিজয়বর্গীয়কে এই নিয়ে ফোন করে আবেদনও করেছেন। আর এই খবর সত্যি হলে ভারতীদেবীর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা আরো গতি পাবে বলায় বাহুল্য। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -