তবে কি বিজেপিতে যাচ্ছেন ভারতী ঘোষ রাজ্য February 5, 2018 তবে কি এবার বিজেপিতে যাচ্ছেন ভারতী ঘোষ। কলকাতার একটি নাম ওয়েবপোর্টালের খবর অনুযায়ী বিজেপির এক ঘনিষ্ঠ মহল থেকে তারা জেনেছে যে ভারতী ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে তিনি নাকি দেখা করতে চেয়ে চিঠি লিখেছেন। আর তিনি নাকি এই নিয়ে কৈলাশবাবুকে ফোনও করেছেন। ইস্তফা দেবার পর এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল তারপর আরো জোরালো হয় তাঁর বিরুদ্ধে সিআইডি তদন্ত শুরু হওয়ার পর। যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘‘আমি জানি এই মুহূর্তে ভারতী ঘোষ কলকাতার বাইরে রয়েছেন৷’’ ফলে এখন কীভাবে তাঁর বিজেপিতে যোগদান সম্ভব সেই প্রশ্নই তুলেছেন দিলীপ ঘোষ৷ তবে অনেকে মনে করছেন যে ভারতী ঘোষকে সিআইডির জেরার মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সেই কারণেই তিনি বিজেপির সাহায্য চাইছেন৷যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -