এখন পড়ছেন
হোম > রাজ্য > ফেব্রুয়ারি মাস ৩০ দিনে,বলছে ‘জাগো বাংলা’ ২০১৮-র ক্যালেন্ডার

ফেব্রুয়ারি মাস ৩০ দিনে,বলছে ‘জাগো বাংলা’ ২০১৮-র ক্যালেন্ডার

তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ ২০১৮-র ক্যালেন্ডার নিয়ে কয়েকদিন ধরেই বিতর্ক শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।কারণ নিচের ছবিটি দিয়ে বলা হচ্ছিলো যে ‘জাগো বাংলা’ এই বছর যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সেখানে ফ্রেব্রুয়ারি মাস ৩০ দিনে লেখা হয়েছে।’লিপ ইয়ার’ হলে ২৯ ফেব্রুয়ারি হতে পারে তা বলে ৩০ ফেব্রুয়ারি। এই নিয়েই শোরগোল পরে যায় সোশ্যাল মিডিয়াতে। তৃণমূল পন্থীরা সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করে যে বিরোধীরা ফটোশপ করে বদনাম করছে। ভুল প্রচার করছে। অন্যদিকে বিরোধীরা তৃণমূলকে ভুল বলে নানা মজাদার পোস্ট শুরু করতে থাকে। কোনটা ঠিক আর কোনটা ভুল এই নিয়ে জল্পনা ছিলই।তবে কলকাতার এক ওয়েবপোর্টাল দাবি করেছে যে এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন যে এই ভুল ক্যালেন্ডারটি তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ ২০১৮-র ক্যালেন্ডার।ভুল করেই সেখানে ফেব্রুয়ারী মাসকে ৩০ দিনে করা হয়েছে। তিনি এদিন বলেন, ‘এটা ভুল হয়েছে। এটা একেবারেই ছাপার ভুল। এই ভুল শুধরে নেওয়াও হবে।’ তিনি আরো জানিয়েছেন যে, ‘এটা কোনও কারণে ভুল হয়েছে।

নজর এড়িয়ে গিয়েছে। ছাপারই ভুল। আমরা এই ভুল সংশোধন করে নেব।’পাশাপাশি নাকি বইমেলার স্টলে ওই ক্যালেন্ডার বিলি বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে আর এই ধরনের ভুল যাতে ভবিষ্যতে আর না হয়, সে ব্যাপারেও নজর রাখার নির্দেশ দিয়েছেন পার্থবাবু বলে দাবি ওই ওয়েব পোর্টালের। কিন্তু প্রশ্ন উঠেছে যে এত লোকের চোখ কি করে এড়িয়ে গেলো এটা। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!