এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শ্রমিক হত্যার দায় কি অমিত শাহের? বিস্ফোরক ফিরহাদ হাকিম, জোর জল্পনা!

শ্রমিক হত্যার দায় কি অমিত শাহের? বিস্ফোরক ফিরহাদ হাকিম, জোর জল্পনা!


করোনা ভাইরাসকে কেন্দ্র করে এখন ব্যাপক রাজনীতি শুরু হয়ে গেছে বাংলায়। একে অপরের ঘাড়ে দোষারোপ করে সরব হচ্ছেন শাসক থেকে বিরোধী দলের নেতারা। করোনা ভাইরাসের মধ্যে লকডাউন চলায় পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে না পারলেও, এবার স্পেশাল ট্রেনের মাধ্যমে তাদের রাজ্যে ফেরানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম থেকেই এই ব্যাপারে উষ্মা প্রকাশ করেছে রাজ্য সরকার।

এত শ্রমিক একবারে আসলে রাজ্যের পরিস্থিতি বেগতিক হয়ে যেতে পারে বলে সাংবাদিক বৈঠক থেকে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিনিধিরা অবশ্য পাল্টা এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে এবার পরিযায়ী শ্রমিকদের পাঠানো নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে লকডাউন চলার সময় কেন কেন্দ্রের এই পরিচয় শ্রমিকদের কথা মনে পড়েনি, তা নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “যে সময় লকডাউন হল, সেই সময় শ্রমিক প্রেম দেখা যায়নি কেন? লকডাউন শুরুর আগেই কেন শ্রমিকদের ফেরত আনা হল না! যে সময় ওনারা হাততালি দিচ্ছিলেন ঘন্টা বাজাচ্ছিলেন, সেই সময় এসব পরিযায়ী শ্রমিকদের কথা কেন মনে পড়েনি কেন্দ্রের?” বিশেষজ্ঞরা বলছেন, ফিরহাদ হাকিমের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে একের পর এক ফিরে আসায় করোনা পরিস্থিতি ক্রমশ বেগতিক আকার নিচ্ছে।

যার ফলে চাপে পড়েছে রাজ্য সরকার। আর সেদিক থেকে রাজ্যকে চাপে ফেলে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে লকডাউনের সময় কেন এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কথা কেন্দ্রীয় সরকারের মনে পড়ল না, তার ব্যাপারে প্রশ্ন তুলে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকেই চাপে ফেলে দেওয়ার কৌশল নিলেন কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ওয়াকিবহাল মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বাড়ি ফেরার পথে শ্রমিকদের মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “সুরাতে বাংলা-বিহার-উড়িষ্যার শ্রমিকদের লাঠিপেটা করা হয়েছিল। কেন তা করা হয়েছিল? বিজেপির নেতারা কি এই ব্যাপারে জবাব দেবেন? বাড়ি ফিরতে গিয়ে বহু শ্রমিকের মৃত্যু হয়েছে। এই সব শ্রমিকের প্রাণের দাম কে দেবে! শ্রমিক হত্যার দায় এখন অমিত শাহের নেওয়া উচিত।”

আর সরাসরি ফিরহাদ হাকিম যেভাবে শ্রমিকদের মৃত্যুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলে দিলেন তাতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে সম্পূর্ণরূপে খন্ডন করে দিচ্ছে গেরুয়া শিবির। তাদের দাবি, আসলে রাজ্য সরকার এখন সমস্ত পরিস্থিতি সামলাতে ব্যর্থ। তাই কেন্দ্রের ঘাড়ে দোষারোপ করতেই তারা ব্যস্ত রয়েছে। তবে যে যাই বলুন না কেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের তরজা যে পর্যায়ে এগোচ্ছে, তাতে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে যাচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!