এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনায় মৃত্যু নিয়ে দু রকম তথ্য দিল নবান্ন! তীব্র শোরগোল!

করোনায় মৃত্যু নিয়ে দু রকম তথ্য দিল নবান্ন! তীব্র শোরগোল!

সম্প্রতি নবান্নে সাংবাদিক বৈঠক থেকে করোনায় তিনজন মানুষের মৃত্যু হয়েছে রাজ্যে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে বিভিন্ন জায়গা থেকে 6 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনজন মানুষের মৃত্যু হয়েছে বলে জানালেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এমনকি অনেকে এটাও বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় সত্য তথ্যকে ঢাকতে চাইছেন। আর এমন একটা পরিস্থিতিতে এবার করোনা ভাইরাসে রাজ্যের মৃত্যুসংখ্যা নিয়ে দুই রকম তথ্য দিতে দেখা কেন রাজ্য সরকারকে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে রাজ্য সরকারের বিশেষজ্ঞ চিকিৎসকদের কমিটি মেডিকেল বুলেটিন প্রকাশ করে জানিয়েছে যে, করোনায় সাতজনের মৃত্যু এবং 53 জন আক্রান্ত হয়েছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের এই বক্তব্যের দেড় ঘন্টা পরেই অন্য কথা বলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, সাত জন নয়, রাজ্যে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জন ব্যক্তির। এমনকি 34 জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান মুখ্যসচিব রাজীব সিনহা। আর রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথমে বিশেষজ্ঞ চিকিৎসকরা এক তথ্য এবং পরবর্তীতে মুখ্যসচিব আরেক তথ্য দেওয়ায় এখন শুরু হয়েছে তীব্র গুঞ্জন।

বিরোধীরা বলছেন, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মুখ্যসচিবকে দিয়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমিয়ে বললেন প্রথমে চিকিৎসকরা প্রকৃত তথ্য পেশ করলেও, পরবর্তীতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমিয়ে আদৌ কি কোনো লাভ হল! এখন সেই প্রশ্নই উঠতে শুরু করেছে সর্বত্র।

বিরোধীরা বলছেন, এই সময় রাজনীতি করা হবে না বলে প্রত্যেকেই মনে করেছিলেন। কিন্তু এখন করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা নিয়ে যেভাবে একদিনে দুই রকম বিবৃতিতে দেখা গেল নবান্নকে, তাতে একটা সূক্ষ্ম রাজনীতি গোটা ঘটনায় কাজ করছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!