এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নির্বাচনের আগে জল্পনা বাড়িয়ে হেভিওয়েট তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই

পঞ্চায়েত নির্বাচনের আগে জল্পনা বাড়িয়ে হেভিওয়েট তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই

একদিকে যখন আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বাংলায় ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ, অন্যদিকে তখন জল্পনা বাড়িয়ে হেভিওয়েট তৃণমূল নেতার বাড়িতে শুরু হল সিবিআই তল্লাশি। আসানসোলের রামনগরের দীর্ঘদিনের বাসিন্দা কপিল মণ্ডল, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তৃণমূলের কাউন্সিলর ছিলেন তিনি। তাঁর বাড়িতেই হিসেব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে সিবিআই তল্লাশি শুরু হয় সকাল থেকে।

সূত্রের খবর, তল্লাশির সময় কপিলবাবুর বাড়ি থেকে একটি লাইসেন্স বিহীন নাইন এমএম পিস্তল, ছ রাউন্ড কার্তুজ ও নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করেছেন সিবিআইয়ের তদন্তকারী অফিসারেরা। যা স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হয়েছে। কপিলবাবুর বিরুদ্ধে তাঁর নিজের ও পরিবারের নামে, বেনামে সম্পত্তি ও গেস্টহাউস থাকার অভিযোগ পৌঁছেছিল, আর তার পরিপ্রেক্ষিতেই এই তল্লাশি বলে জানা গেছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের মুখেই এই তল্লাশি হওয়ায় জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!