এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল সাংসদের ভূয়সী প্রশংসা প্রাক্তন বিজেপি বিধায়কের গলায়, অন্য সমীকরণের জল্পনা শুরু

তৃণমূল সাংসদের ভূয়সী প্রশংসা প্রাক্তন বিজেপি বিধায়কের গলায়, অন্য সমীকরণের জল্পনা শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কিছুদিন যাবৎ মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, মুকুল পত্নী বেশ কিছুদিন যাবৎ করোনা আক্রান্ত। তবে এই মুহূর্তে তিনি করোনামুক্ত হলেও তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এই খবর পাওয়ার পর গতকাল হঠাৎ করেই ওই হাসপাতালে গিয়ে পৌঁছান ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেসময় হাসপাতালে মুকুল রায় ছিলেননা বলেই জানা গিয়েছে। তবে মুকুল পুত্র শুভ্রাংশু রায় হঠাৎ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে রীতিমতো হতচকিত হয়ে পড়েন। একইসাথে অভিষেকের জন্য প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শুভ্রাংশু।

এরপর অভিষেক বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গে কিছু সময় কথাবার্তা বলেন। পাশাপাশি মুকুল পত্নীকে যে চিকিৎসক দেখছেন, তাঁর সাথেও কথা বলে অভিষেক সমস্ত খোঁজখবর নেন। জানা যায়, দীর্ঘদিন ধরে মুকুল রায়ের স্ত্রী হাসপাতালে ভর্তি থাকলেও তা নিয়ে কোনো খোঁজ-খবর নেননি কোন বিজেপি নেতা। এই নিয়ে মুকুল পত্র শুভ্রাংশু ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে অভিষেক যেভাবে হঠাৎ করে হাসপাতালে উপস্থিত হয়ে সমস্ত খোঁজখবর নিলেন, তা নিয়ে মুকুল পুত্রের গলায় শোনা গেল ভূয়সী প্রশংসা। রাজনৈতিক দূরত্বকে সরিয়ে রেখে যেভাবে অভিষেক হাসপাতালে এলেন, তাঁকে সৌজন্যের রাজনৈতিক উদাহরণ বলে ব্যাখ্যা করেছেন শুভ্রাংশু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসাথে শুভ্রাংশু রায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। অন্যদিকে মুকুল রায়ের স্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখতে যাওয়া নিয়ে খবর বাইরে আসা মাত্রই নড়েচড়ে বসে রাজ্য বিজেপি। এতদিন যাবৎ যেখানে কেউ মুকুল পত্নীর খোঁজখবর নেননি, সেখানে অভিষেক আসার খবর মেলা মাত্রই হাসপাতালে গিয়ে হাজির হন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এমনকি প্রধানমন্ত্রীর কাছ থেকে মুকুল রায়ের কাছে ফোন আসে।

তবে শুভ্রাংশু রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের পক্ষ থেকে পুরো ঘটনাটিকে রাজনৈতিক সৌজন্যের ব্যাখ্যা দেওয়া হলেও রাজনৈতিক মহল কিন্তু অন্য সমীকরণের খোঁজে। বিগত বেশ কয়েকদিন শুভ্রাংশু রায়ের পক্ষ থেকে এমন কিছু সোশল মেসেজ এসেছে, যা থেকে স্পষ্ট হয়েছে দলের সঙ্গে তিনি দূরত্ব বজায় রাখতে আগ্রহী। অন্যদিকে মুকুল রায় দীর্ঘদিন যাবৎ বিজেপিতে থেকেও চুপচাপ রয়েছেন। এর মধ্যেই অভিষেকের আগমন, যা গেরুয়া শিবিরের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!