এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > এবার তৃণমূল নেত্রীর নামে গুরুতর অভিযোগ আনল রাজ্য বিজেপির নেতা মুকুল রায়

এবার তৃণমূল নেত্রীর নামে গুরুতর অভিযোগ আনল রাজ্য বিজেপির নেতা মুকুল রায়


বর্তমানে বিজেপির সাথে তৃণমূলের বিরোধ চলছে নাগরিকত্ব ইস্যুতে। বিজেপির দাবি, তৃণমূল জনসাধারণের মধ্যে ভ্রান্ত ধারণা ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিচ্ছে নিগরিকত্ব ইস্যুতে। এবার তাই এই ইস্যুতে তৃণমূলকে ধরাশায়ী করতে পথে নেমেছে রাজ্য বিজেপি। শুধু তাই নয়, আগামী 2021 এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে মাথায় রেখেও সংগঠনের প্রচার জোরকদমে চালাতে শুরু করেছেন বিজেপির নেতারা। এই সূত্রে দুর্গাপুরে মুকুল রায় এদিন সভা করেছেন। এই সভা থেকে বিজেপি নেতা মুকুল রায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করেছেন।

এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে বিজেপি নেতা নিজের তুলনা করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে যেকোন তদন্তের ক্ষেত্রে তদন্তকারী সংস্থাকে বাধা দেয়, সেখানে মুকুল রায় তদন্তকারী সংস্থাকে যেকোনো তদন্তে সহযোগিতা করতে সংস্থার অফিসে হাজিরা দেন। এদিন দুর্গাপুরে মুকুল রায় একটি গুরুতর অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। মুকুল রায় এদিন বলেন, খুনের মামলায় অভিযুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নামে বারাসাত আদালতে 302 ধারায় মামলা হয়েছে।

মুকুল রায়ের এই অভিযোগ সামনে আসার পরেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে। এ প্রসঙ্গে মুকুল রায় আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই মিথ্যা মামলার মোকাবিলা করতে জানেন। কারণ হিসেবে তিনি বলেন, বারাসত আদালতে 302 ধারায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলার নথি পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার উল্লেখ করে মুকুল রায় তৃণমূল নেত্রীকে কড়া ভাষার সমালোচনা করেন।

মুকুল রায় দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি বহুলাংশে আলাদা। কারণ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিত কেউ যদি কোনো মামলায় ধরা পড়েন, তাহলে তিনি তদন্তকারী সংস্থাটিকে অসহযোগিতা করার পরামর্শ দেন অভিযুক্তকে, শুধু তাই নয়- তিনি অভিযুক্তকে বাঁচাতে রাস্তায় বসে পড়েন। কিন্তু সেক্ষেত্রে মুকুল রায় তদন্তকারী অফিসারের ডাক পেয়ে সাথে সাথে হাজিরা দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকুল রায় অভিযোগ করেন, রাজ্য তৃণমূল সরকার তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসাতে চাইছে। এ রকমই একটি মামলা করা হয়েছে বীরভূমের লাভপুরে মুলুলের বিরুদ্ধে। মুকুল রায় দাবি জানান, এই মামলা সম্পর্কে তিনি কিছুই জানেন না। অথচ মামলায় অভিযুক্ত হওয়ার ফলে আদালতের তরফে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে লাভপুর, বোলপুর এবং শান্তিনিকেতন থানা এলাকায় তিনি যেন প্রবেশ না করেন।

মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত শাসকদলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে, রাজ্যে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের বিরোধ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আন্দোলন তীব্র হচ্ছে প্রতিনিয়ত। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে চোখ এখন সবার। আর সেই নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বিতর্ক এখন চলবে। অন্যদিকে, বিজেপি সূত্রের খবর- 2021 এর বিধানসভা নির্বাচনের তোড়জোড় করতে এবার রাজ্য বিজেপির খোলনলচে বদলাতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। আপাতত সম্পূর্ণ পরিস্থিতির ওপর নজর রাখছে রাজনৈতিক বিশ্লেষকগণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!