এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কংগ্রেসের সঙ্গে পুনরায় জোট প্রসঙ্গে মুখ খুললেন সূর্য্যকান্ত মিশ্র, বাড়ল জল্পনা

কংগ্রেসের সঙ্গে পুনরায় জোট প্রসঙ্গে মুখ খুললেন সূর্য্যকান্ত মিশ্র, বাড়ল জল্পনা

নোয়াপাড়া উপনির্বাচনকে পাখির চোখ করে কংগ্রেসের হাত ধরার বার্তা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন,এখানে বাম কংগ্রেস জোট না হলেও কংগ্রেসের সঙ্গে আমাদের জোটের রাস্তা খোলা রয়েছে। কংগ্রেসের সঙ্গে জোটে আস্থা নেই বলেই জানিয়েছে দল, আর তাই নোয়াপাড়া ও‌ উলুবেড়িয়ায় পৃথক প্রার্থী দিচ্ছে দুই‌দল। নোয়াপাড়ায় বামফ্রন্টের প্রার্থী হয়েছেন গার্গী চট্টপাধ্যায়। এদিন তাঁর সমর্থনে প্রচার পদযাত্রায় যোগ দিয়ে জোট প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক জানান, নোয়াপাড়ায় আমাদের কংগ্রেসের সঙ্গে কোনও প্রতিদ্বন্দিতা নেই, ওদের কিছু বলছি না আমি। আমাদের লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে।

যদিও জোট যে একেবারেই ভেঙে গেছে তা স্পষ্ট করে বললেন না সূর্যবাবু। এপ্রিলের পার্টি কংগ্রসের পর জোট নিয়ে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান। এদিনের প্রচার পদযাত্রা শুরু হয় শ্যামনগর চৌরঙ্গী থেকে এবং শেষ হয় পলতাতে। এদিনের পদযাত্রায় সিপিএম নেতা তড়িৎ তোপদার, সুভাষ মুখোপাধ্যায়, নেপালদেব ভট্টাচার্য, হরিপদ বিশ্বাস সহ আরও বেশ কিছু বাম কর্মী উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে পঞ্চায়েত নির্বাচনে ফের বাম কংগ্রেস জোট হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কৌশলে এদিন সেই ইঙ্গিত দিয়ে গেলেন সূর্যকান্তবাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!