এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলীয় নেতাদের ক্ষোভ ঢাকতে পদ দিয়ে মানভঞ্জনের চেষ্টা তৃণমূলে? শেষ রক্ষা হবে কি? উঠছে প্রশ্ন

দলীয় নেতাদের ক্ষোভ ঢাকতে পদ দিয়ে মানভঞ্জনের চেষ্টা তৃণমূলে? শেষ রক্ষা হবে কি? উঠছে প্রশ্ন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যতই সামনে এগিয়ে আসছে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন, ততই বিক্ষুব্ধদের সংখ্যা বাড়ছে শাসকদল তৃণমূলে। দলের নেতাদের ক্ষোভ-বিক্ষোভ মেটাতে জেরবার দলের শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে গতকাল রবিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের কিষাণ খেত মজদুর সংগঠনের জেলা কমিটি ঘোষণা করা হলো। এই জেলা কমিটিতে দলের বেশ কিছু প্রাক্তন ব্লক সভাপতি স্থান পেয়েছেন।

এই প্রাক্তন ব্লক সভাপতিদের মধ্যে অনেকেই একসময় দলের বিরুদ্ধে আঙুল তুলেছেন। একসময় দলের বিরুদ্ধে ক্ষুব্ধ হওয়া প্রাক্তন ব্লক সভাপতিদের এই সংগঠনের জেলা কমিটিতে স্থান দেওয়ায়, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেকে মনে করছেন দলের প্রতি তাদের ক্ষোভ দূর করতেই সংগঠনে আনা হয়েছে তাঁদের। তবে অনেকের দাবি, তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাঁদেরকে আনা হয়েছে সংগঠনে। তবে, কিষাণ খেত মজদুর সংগঠনে ক্ষুব্দ নেতাদের এভাবে পদ দিয়ে তাদের আদৌ শান্ত করা যাবে কিনা? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

গতকাল রবিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল পাটি অফিসে জলপাইগুড়ি জেলার কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দুলাল দেবনাথ নতুন কমিটি ঘোষণা করেছেন। যে কমিটিতে স্থান দেয়া হয়েছে মোট ৭২ জনকে। দুলাল দেবনাথকে পুনরায় সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। গতকালের বৈঠকে দুলাল দেবনাথ ছাড়াও, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান -

গতকাল কিষাণ খেত মজদুর সংগঠনে নাগরাকাটা সাংগঠনিক ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি অমরনাথ ঝাকে নাগরাকাটা ব্লকের কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি করা হয়েছে। বানারহাটের প্রাক্তন ব্লক সভাপতি রাজু গুরুং, মেটেলির প্রাক্তন ব্লক সভাপতি সোনা সরকার, সদর-২ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি নিতাই কর প্রমুখকে এই সংগঠনের ব্লক সভাপতির দায়িত্বে আনা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানের বেশ কিছু নেতাকে সংগঠনের কমিটিতে আনা হয়েছে। এই নেতারা বিভিন্ন সময় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

তৃণমূল কিষাণ খেত মজদুর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নেতাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে দলের কাজে লাগাতেই, তাদের আনা হয়েছে সংগঠনে। এ প্রসঙ্গে জেলা কিষাণ খেত মজদুর কমিটির সভাপতি দুলাল দেবনাথ জানালেন যে, কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি গতকাল ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে জেলার বিভিন্ন ব্লকের মাদার পার্টির প্রাক্তন ব্লক সভাপতিদের স্থান দেওয়া হয়েছে। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর উদ্দেশ্যেই সংগঠনে এই নেতাদের শামিল করা হয়েছে।

এ প্রসঙ্গে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানালেন যে, সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। কেন্দ্রীয় সরকারের নয়াকৃষি বিলের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে তাঁরা কর্মসূচি গ্রহণ করছেন। অন্যদিকে, কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেসের নাগরাকাটা ব্লক সভাপতি অমরনাথ ঝা জানালেন যে, তিনি দলকে ভালবাসেন। দল তাঁকে যে জায়গায় দায়িত্ব দেবে, সে জায়গাতেই তিনি কাজ করবেন। কিষাণ খেত মজদুর সংগঠনের দায়িত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। দল তার নেতৃত্ব পালনের নির্দেশ দিয়েছে তাঁকে। যা তিনি অবশ্যই পালন করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!