এখন পড়ছেন
হোম > জাতীয় > রেলযাত্রা সহজ করতে নতুন অ্যাপ! জানুন বিস্তারিত

রেলযাত্রা সহজ করতে নতুন অ্যাপ! জানুন বিস্তারিত


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ থেকে শুরু করে লকডাউন একের পর এক ঘটনায় বিঘ্নিত হয়েছে রেলযাত্রা। অন্যদিকে, সম্প্রতি পঞ্চম আনলক পর্যায়ের হাত ধরে রেলের চাকা গড়িয়েছে। সেখানে ট্রেনের নিত্যযাত্রী তথা সাধারণ মানুষের কাছে লকডাউন পর্বে ট্রেন দেখা অনেকটা অপু দুর্গার ট্রেন দেখার আনন্দের মতনই হয়ে উঠেছিল।

কিন্তু সম্প্রতি আনলক পর্বে এসে এই ট্রেন যাত্রাতে যাত্রীদের উপর একাধিক নিষেধাজ্ঞা চেপেছে। খুব বেশিক্ষণ স্টেশনে অপেক্ষা করাও এখন সমস্যার। অথচ ট্রেন সঠিক সময় চলছে কি না, তা জানার উপায়ও বেশ জটিল। তাহলে এখন উপায়?

বস্তুত, ট্রেনের পিএনআর স্টেটাস এবং যাবতীয় আপডেট পাওয়া এতদিন বেশ সময়সাপেক্ষ ছিল। সেখানে পিএনআর স্টেটাস জানতে ভরসা ছিল হেল্পলাইন নম্বর ১৩৯। আর সেই সমস্যাকে সহজ করতে এবার উদ্যোগ নিতে দেখা গেছে মুম্বই-এর সংস্থা ‘রেলোফাই’কে।

জানা গেছে তাঁদের উদ্যোগে রেলযাত্রীরা এবার হোয়াটসঅ্যাপেই দেখে নিতে পারবেন রিয়েল-টাইম পিএনআর স্টেটাস। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে যাত্রাপথ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন বলেও জানা গেছে। এছাড়া ট্রেনের লাইভ স্টেটাস, স্টেশন সংক্রান্ত তথ্যও এখানে পাওয়া যাবে বলে জানা যায়।

আপনার মতামত জানান -

তবে সেক্ষেত্রে কি করতে হবে?

প্রথমত: আপনার হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ আপডেট করতে হবে। সেখানে যাদের অ্যাপটি আপডেট করা নেই, তাঁরা অ্যাপটি আপডেট করতে অ্যানড্রয়েড ইউজাররা প্লে স্টোর এবং আইওএস ইউজাররা অ্যাপ স্টোর থেকে আপডেট করতে পারবেন।

দ্বিতীয়ত: রেলোফাই-এর এনকোয়ারি নম্বর ‘৯১-৯৮৮১১৯৩৩২২’টিকে গ্রাহকের মোবাইল নম্বরে সেভ করতে হবে।

তৃতীয়ত: এই নম্বরে যাত্রীদের পিএনআর নম্বরটি হোয়াটসঅ্যাপ করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই যাত্রীরা হোয়াটসঅ্যাপ মারফত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন বলে জানা গেছে। সেক্ষেত্রে ট্রেনের ভিতরে থাকা যাত্রীরাও কোন স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে, গন্তব্য কতটা দূর, গন্তব্যে আগের ও পরের স্টেশন কী- সব তথ্যই এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে বলেও জানান হয়েছে।

এছাড়া, যে সমস্ত যাত্রীদের টিকিট কনফার্ম নয়, ওয়েটিং লিস্টে নাম রয়েছে এমন যাত্রীরা কম খরচে কীভাবে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন, তার বিস্তারিত তথ্যও এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে বলেই জানান হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এরই মধ্যে নতুন মেট্রো পরিষেবা মানুষ সাদরে গ্রহণ করেছে বলেই দেখা গিয়েছিল। সেখানে ট্রেনের এই নতুন পরিষেবাও যোৎপরণাই গৃহীত হবে বলেও আশা করছেন অ্যাপ নির্মাণকারী সংস্থাটি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!