এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহের বঙ্গ-সফর নিয়ে রাজ্য সরকারের উপর চূড়ান্ত চাপ বাড়িয়ে দিলেন তাঁর দূত

অমিত শাহের বঙ্গ-সফর নিয়ে রাজ্য সরকারের উপর চূড়ান্ত চাপ বাড়িয়ে দিলেন তাঁর দূত


রাজ্য বিজেপি নেতৃত্বকে সাবধান করে আগেই রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছিলো পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলে গেলে অমিত শাহের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই বলা হয়েছিলো নিরাপত্তাজনিত কারণেই তাঁর সফরসূচী সংক্ষিপ্ত করে বলরামপুরে একটিই কেন্দ্রীয় কর্মসূচী আয়োজন করার কথা। রাজ্য পুলিশের এই প্রস্তাবে সম্মতিও জানিয়েছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। কিন্তু তাতেই বাধ সাধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির। এদিন তিনি বললেন , ”দেশের যে কোনও প্রান্তে যে কেউ যেতে পারেন। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের। এ ক্ষেত্রেও অমিত শাহের নিরাপত্তা রাজ্য সরকারই দেবে।” আর স্বভাবিকভাবেই তার ফলে রাজ্য সরকারের চাপ বাড়লো বলেই মনে করছেন রাজনৈতিকমহল। উল্লেখ্য চলতি মাসের ২৭ তারিখে দু’দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পরিকল্পনা অনুসারে তাঁর সফরের প্রথম দিনেই কলকাতায় একাধিক কর্মসূচী রয়েছে পরদিন অর্থাৎ ২৮ তারিখে বিজেপির সর্বভারতীয় সভাপতির পুরুলিয়ায় যাওয়ার কথা ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখনও অবধি সফরসূচী চুড়ান্ত না হলেও বলরামপুরে মৃত দলীয় দুই কর্মী দুলাল কুমার এবং ত্রিলোচন মাহাতোর বাড়িতে বিজেপি সভাপতির যাওয়ার কথা ঠিক ছিলো। কিন্তু তাঁর এই পুরুলিয়া জেলায় মৃত দলীয় কর্মীদের বাসভবনে গিয়ে পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ’র প্রসঙ্গে পুলিশের যুক্তি, দুলাল কুমারের গ্রামে যেতে কোনও সমস্যা না থাকলেও ত্রিলোচন মাহাতোর বাড়ি প্রত্যন্ত গ্রামে হওয়ার কারণে যোগাযোগ পরিকাঠামো খুব দুর্বল। এছাড়াও বিজেপির সর্বভারতীয় এই নেতাকে দেখার জন্যে স্থানীয় এবং আসে পাশের গ্রাম থেকেও প্রচুর লোকের জমায়েত হওয়ার সম্ভবনা রয়েছে। এরফলে অমিত শাহ’র নিরাপত্তা নিয়ে কার্যতই দুশ্চিন্তাগ্রস্ত পুলিশ প্রশাসন। পুলিশের বক্তব্য অনুসারে ঐ সময়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশের পক্ষে সেই পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন হয়ে যাবে। এদিন বিজেপির সর্ব ভারতীয় সভাপতির রাজ্য সফরের আগে কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহিরের বক্তব্য স্বভাবিক ভাবেই রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসনকে যে যথেষ্ঠ চাপের মুখে ফেললো তা আলাদা করে বলার অপেক্ষা রাখেনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!