এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের দিকে পা বাড়ানো নেতাকর্মীদের বিশেষভাবে সতর্ক করলেন বিজেপির এই বর্ষীয়ান বিধায়ক

তৃণমূলের দিকে পা বাড়ানো নেতাকর্মীদের বিশেষভাবে সতর্ক করলেন বিজেপির এই বর্ষীয়ান বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপিতে প্রবল ভাঙ্গন দেখা দিয়েছে। একের পর এক নেতাকর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে শুরু করেছেন। সম্প্রতি বিজেপির একের পর এক বিধায়ক তৃণমূলে পা রাখতে শুরু করেছেন। সর্বপ্রথম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন বিধায়ক মুকুল রায়। এরপর বিধায়ক তন্ময় ঘোষ ও বিধায়ক বিশ্বজিৎ দাস যোগদান করেছেন তৃণমূলে। আগামী দিনে আরও বেশকিছু বিজেপি বিধায়ক তৃণমূলে যোগদান করবেন বলে দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে দলের বিধায়কদের সতর্ক করলেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।

একদিকে যেমন তিনি দলের বিধায়কদের সতর্ক করলেন। অন্যদিকে, তেমনি উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার বিস্ফোরক অভিযোগ করলেন। মিহির গোস্বামী জানালেন, স্বাধীনতার পর থেকেই উত্তরবঙ্গের মানুষ সমস্ত ক্ষেত্রে বঞ্চিত রয়েছেন। বামের শাসনকালে যে অবস্থা ছিল, তৃণমূলের শাসনকালেও সেই একই অবস্থা রয়েছে। উত্তরবঙ্গ সমস্ত কিছুতে রাজস্ব দিয়ে থাকে। কিন্তু উত্তরবঙ্গকে কিছুই দেয়া হয় না। উত্তরবঙ্গতে উন্নয়ন নেই, কর্মসংস্থান নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি বিধায়ক মিহির গোস্বামী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পর শিলিগুড়িতে উত্তরকন্যা তৈরি করা হয়েছে। কিন্তু উত্তর কন্যা তৈরি করা হলেও সেখানে কোন আধিকারিকরা থাকেন না। সবসময় কেন্দ্র ও রাজ্যের মধ্যে চলছে বিবাদ। কিন্তু উত্তরবঙ্গে প্রায় দু কোটি মানুষ বসবাস করে থাকেন। তাই এখানকার মানুষেরা যদি কোন দাবি তোলেন, তাদের সঙ্গে থাকা উচিত জনপ্রতিনিধিদের।

এদিকে উত্তরবঙ্গে বিজেপির গোষ্ঠী কোন্দল, দলের ভাঙ্গন নিয়ে বারবার নানা জল্পনা ভেসে উঠছে। উত্তরবঙ্গতে বেশকিছু বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলের হাত ধরবেন, এমন একটা জল্পনাও চলছে। এই অবস্থায় বিধায়ক মিহির গোস্বামী জানালেন যে, উত্তরবঙ্গের বিজেপির বিধায়করা খুব ভাল করেই জানেন যে, তৃণমূলও যাওয়ার অর্থই হলো জেনেশুনে ইলেকট্রিক চুল্লিতে প্রকাশ করা। উত্তরবঙ্গে বিজেপির ভাঙ্গার কোন প্রশ্নই নেই।

এ প্রসঙ্গে বিধায়ক মিহির গোস্বামী আরও জানালেন যে, তৃণমূল যে কী? তা উত্তরবঙ্গের বিধায়কেরা খুব ভালোভাবেই জানেন। যারা তৃণমূলে রয়েছেন, তাঁরাও খুব ভাল করেই জানেন যে তাঁরা ইলেকট্রিক চুল্লির ভেতরে রয়েছেন। তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানালেন, তৃণমূলে নাম লেখানোর অর্থই হলো জেনেশুনে ইলেকট্রিক চুল্লির ভেতরে প্রবেশ করা। এভাবেই উত্তর বঙ্গের বিজেপি বিধায়কের বিশেষভাবে সতর্ক করলেন বিধায়ক তথা বর্ষীয়ান রাজনীতিবিদ মিহির গোস্বামী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!