এখন পড়ছেন
হোম > জাতীয় > বেআইনি বালি খাদান মামলায় এবার ‘ভাইপোর’ ঘুম ওড়াতে চলেছে সিবিআই – জানুন বিস্তারিত

বেআইনি বালি খাদান মামলায় এবার ‘ভাইপোর’ ঘুম ওড়াতে চলেছে সিবিআই – জানুন বিস্তারিত

ভারতীয় রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে – উত্তরপ্রদেশ যাঁর, দিল্লির কুর্শি তাঁর! আর এই কথাকে পুনরায় সত্যি করে ২০১৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি ও জোটসঙ্গী মিলে উত্তরপ্রদেশের ৮০ টি লোকসভা আসনের মধ্যে ৭৩ টিই নিজেদের দখলে রাখে। কংগ্রেস বা সমাজবাদী পার্টি কোনোরকমে মুখরক্ষা করলেও খাতা খুলতে পারে না বহুজন সমাজবাদী পার্টি।

আর তাই, আসন্ন লোকসভা নির্বাচনে দীর্ঘদিনের বৈরিতা ভুলে উত্তরপ্রদেশে জোট করতে চলেছেন ‘পিসি-ভাইপো’ জুটি। বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা ‘পিসি’ মায়াবতী ও সমাজবাদী পার্টির শীর্ষনেতা তথা ‘ভাইপো’ অখিলেশ যাদব সিদ্ধান্ত নিয়েছেন – ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে এই দুই দল আসন সমঝোতার পথে হাঁটবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই আসন সমঝোতার কথা প্রকাশ্যে আসতেই, কাকতালীয়ভাবে এবার ‘ভাইপো’ অখিলেশ যাদবের ঘুম উড়তে চলেছে বলে সূত্রের খবর। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, বেআইনি বালি খাদান মামলায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ তাঁর দল সপার আরও এক শীর্ষস্তরের নেতা গায়ত্রী প্রজাপতিকে ডেকে পাঠাতে পারে সিবিআই। গতকাল থেকেই ১৪ টি পৃথক জায়গায় এই মামলার তদন্তে তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই বলে জানা গেছে।

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত অবৈধ বালি খাদান চালাতে মদত দিয়ে গিয়েছেন বহু সরকারি আমলা। শুধু তাই নয়, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞাকে অমান্য করে বেআইনিভাবে বালি-মাফিয়াদের লাইসেন্সও পুনর্নবীকরণ করা হয়। সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছিলেন ‘বুয়া-ভাতিজা’ জোটের ‘ভাতিজা’ অখিলেশ যাদব। ২০১৬ সালে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তে নেমেছে সিবিআই বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!