এখন পড়ছেন
হোম > জাতীয় > বাঙালি প্রধানমন্ত্রী মমতা, বললেন দিলীপ ঘোষ, বিতর্ক রাজ্য জুড়ে

বাঙালি প্রধানমন্ত্রী মমতা, বললেন দিলীপ ঘোষ, বিতর্ক রাজ্য জুড়ে

যে তৃণমূল নেত্রীর সাথে বিজেপির সাপে-নেউলে সম্পর্ক সেই নেত্রীকে এবার প্রধানমন্ত্রী হিসাব দেখতে চান দিলীপ ঘোষ। যিনি কিনা বিরোধী দলের রাজ্য সভাপতি।

তৃণমূল জোর প্রচার চালাচ্ছে যে এবার ২০১৯ এ কেন্দ্র থেকে হাটতে চলেছে বিজেপি। আর সেখানে জোটের প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আর সেই নিয়েই প্রকাশ্য সভাতে কটাক্ষ করতেও শোনা গেছে দিলীপবাবুকে। কিন্তু এদিন ১৮০ ডিগ্রি ঘুরে নিজের দলের প্রধানমন্ত্রীকে হটিয়ে মমতাকেই ২০১৯ এর প্রধানমন্ত্রী বলে দাবি করে বসলেন। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়।

জানা যাচ্ছে যে , বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, তা মেনে নিলেন এমনকী, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ!

গত কাল অর্থাৎ শনিবার ৫ জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জন্মদিন ছিল এমনটাই সংসদের ‘হুজ হু’-তে উল্লেখ আছে। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে ‘জন্মদিনের শুভেচ্ছা’ জানিয়েছেন কিনা দিলীপ ঘোষ তার উত্তর দিতে গিয়ে এদিন দিলীপবাবু সাংবাদিকদের সামনে বলেন, ‘‌বাংলার যদি কারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাঁর নাম মমতা ব্যানার্জি। এজন্য তাঁর সুস্থ থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সকলের প্রথমে তাঁর নাম আছে। এর আগে আমরা একজন বাঙালিকে রাষ্ট্রপতি পেয়েছি। তিনি প্রণব মুখার্জি। প্রধানমন্ত্রীও একজন বাঙালি হওয়া উচিত। আমি তাঁর (মমতার) সুস্থ শরীর কামনা করি। তাঁর সুস্থতার ওপর বাংলার ভাগ্য নির্ভর করছে। তিনি সুস্থ শরীরে ভালভাবে কাজ করুন।’

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পরেই তিনি আক্ষেপের সুরে বলেন যে, ‘এর আগে জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এলেও তাঁর পার্টি তাঁকে ওই দায়িত্ব নিতে দেয়নি। তাই আমরা প্রধানমন্ত্রী হিসেবে কোনও বাঙালিকে পেলাম না। অনেক বাঙালিই তাতে দুঃখ পেয়েছিলেন।’‌ তিনি কি মুখ্যমন্ত্রীকে ফোনে বা চিঠিতে শুভেচ্ছা জানিয়েছেন?‌ দিলীপ বলেন, ‘‌আমি তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য চিঠি লিখতে পারি না। তাই খবরের কাগজ, টিভি চ্যানেলের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি।’‌

আর এইভাবে জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোয় বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিকমহলে। কেন্দ্রের মোদি সরকারের বিদায়ে মমতার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার কথা অনেকেই বলছেন। কিন্তু দিলীপের মুখ থেকে সেকথা আসায় তা বাড়তি বিস্ময়ের জন্ম দিয়েছে। বিতর্ক শুরু হয়েছে বিজেপির অন্দরেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!