এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দ্রুত উপ নির্বাচনের দাবিতে এবার বড়োসড়ো পদক্ষেপ, আদালতে দায়ের জনস্বার্থ মামলা

দ্রুত উপ নির্বাচনের দাবিতে এবার বড়োসড়ো পদক্ষেপ, আদালতে দায়ের জনস্বার্থ মামলা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে করোনা সংক্রমণ সম্প্রতি অনেকটাই স্থিমিত রয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের দাবি করতে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। যদিও উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি নির্বাচন কমিশনকে। বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করলেও নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নভেম্বর মাসের মধ্যে উপ নির্বাচনে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে। এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ উপ নির্বাচনের থেকে দাবি করা হলেও, বিজেপির পক্ষ থেকে এখনই রাজ্যে উপনির্বাচন করাতে অসম্মতি প্রকাশ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে উপ নির্বাচনের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে এই মামলা করেছেন তিনি। আগামী ৮ ই সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে। করোনা পরিস্থিতির কথা তুলে ধরে সওয়াল করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। ভবানীপুরে উপ নির্বাচনের দাবি করেছেন তিনি। আর এর সঙ্গে সঙ্গে রাজ্যের অন্যান্য ছটি বিধানসভা কেন্দ্র গুলিতেও উপ নির্বাচনের দাবি করা হয়েছে। ৫ ই নভেম্বরের আগেই উপ নির্বাচন করার দাবি করা হয়েছে।

তবে, বিজেপির পক্ষ থেকে এখনই উপ নির্বাচনের বিরোধিতা করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যে এখনও সংক্রমণ রয়েছে। লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে, স্কুল-কলেজ বন্ধ রয়েছে, এই পরিস্থিতিতে উপনির্বাচন করানো হলে সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে। এবার জনস্বার্থ মামলা দায়েরের পর উপ নির্বাচন নিয়ে আদালতে কোন বিশেষ নির্দেশ দেয় কিনা? সেদিকে লক্ষ রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!