এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলবদল করতে চেয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক করলেন বিস্ফোরক দাবী, ব্যাপক গুঞ্জন রাজনৈতিক মহলে

দলবদল করতে চেয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক করলেন বিস্ফোরক দাবী, ব্যাপক গুঞ্জন রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   একুশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবার ঢল নেমেছিল। একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ তৃণমূল ছেড়ে চলে যান গেরুয়া শিবিরে। বলা যেতে পারে, সেসময় বিজেপি ঘাসফুল শিবিরে এক ধাক্কায় ধ্বস নামিয়ে দিয়েছিল। অনেকে আবার তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে রাতারাতি দল ছেড়ে চলে যান। যার মধ্যে অন্যতম ছিলেন সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক সোনালী গুহ। আর এবার দলে ফিরতে চেয়ে তিনি করলেন বিস্ফোরক দাবী। যদিও গেরুয়া শিবিরে যাওয়ার পরেও সোনালী গুহর কপালে প্রার্থী টিকিট জোটেনি।

পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়েছে হার। আর এরপরেই আত্মপোলব্ধি হয়েছে সোনালী গুহর। তিনি রীতিমতো খোলা চিঠি লেখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং দলে ফেরার জন্য আবেদন জানান। প্রকাশ্যেই তিনি স্বীকার করে নিয়েছেন, বিজেপিতে যাওয়া তাঁর জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত ছিল। আর এবার নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়শী প্রশংসা করে সোনালী আবারো ইঙ্গিত দিলেন তৃণমূলে ফিরতে চেয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন সংবাদমাধ্যমে সোনালী গুহ জানিয়েছেন, ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে তিনি বিজেপিতে গিয়েছিলেন। বর্তমানে তিনি ভুল শুধরে নিতে চান এবং তৃণমূলেই তিনি ফেরত আসতে চান। প্রসঙ্গত জানা যায়, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সে সময় তাঁর পারোলৌকিক কার্যের দিন সোনালী গুহ পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে বলেও জানিয়েছেন সোনালী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোনালী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছিলেন, সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কিন্তু তাঁকে ডেকে পাঠানো হয়। যদিও সোনালী অভিষেকের ডাকে তখন সাড়া দেননি। তবে এদিন সোনালী যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন, তা থেকে স্পষ্ট সোনালী অভিষেকের সঙ্গে সাক্ষাৎ হলে অবশ্যই সাড়া দেবেন। পাশাপাশি এদিন একসময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সঙ্গী সোনালী গুহ করেছেন বিস্ফোরক দাবি।

তিনি জানিয়েছেন, বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় হয়তো তৃণমূলে যোগ দিতে পারেন। আর সোনালীর এই কথা শোনার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। প্রসঙ্গত, মুকুল রায়ের হাত ধরেই সোনালী বিজেপিতে যোগ দিয়েছিলেন। অন্যদিকে মুকুল রায় আবার বর্তমানে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। সব মিলিয়ে রাজনৈতিক হিসাব নিকাশ বদলের মুখে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।

অন্যদিকে দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী শুধুমাত্র টিকিট না পাওয়ার কারণে দল ছেড়ে চলে যাওয়া নিয়ে অনেকেই অসন্তুষ্ট। সেক্ষেত্রে দলবদলকারীদের দলে ফেরত আনা নিয়ে নিচুতলার কর্মীদের ক্ষোভের বিষয়টি যে যথেষ্ট ভাবাচ্ছে তৃণমূলের উচ্চস্তরকে সেকথা বলাই বাহুল্য। আপাতত যারা দলে ফিরতে চাইছেন, তাঁদের জন্য তৃণমূল কি ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!