এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার কি দল ছাড়তে চলেছে বিদ্রোহী তৃণমূল বিধায়ক, নয়া পদক্ষেপে জোর জল্পনা!

এবার কি দল ছাড়তে চলেছে বিদ্রোহী তৃণমূল বিধায়ক, নয়া পদক্ষেপে জোর জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন জেলায় নতুন কমিটি গঠন করে সকলকে দায়িত্ব ভাগ করে দিতে শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অর্থাৎ 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এই নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে একদিকে যাতে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করা যায় এবং অন্যদিকে বিজেপিকে কুপোকাত করা যায়, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি কোচবিহার জেলার নতুন কমিটি ঘোষণা হতে না হতেই বিরুদ্ধে সরব হতে দেখা গেছে কোচবিহার দক্ষিণ বিধানসভা তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীকে। যেখানে প্রকাশ্যে তিনি জানিয়ে দিয়েছেন, এবার সমস্ত জায়গা থেকে তিনি অবসর নিতে চান।

স্বাভাবিকভাবেই মিহির গোস্বামীর মত দীর্ঘদিনের তৃণমূল বিধায়কের মুখ থেকে এই ধরনের কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করতে শুরু করেন, দলের জেলা নেতৃত্বের প্রতি তিনি অনেকটাই ক্ষুব্ধ। তাই দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে থাকা মিহিরবাবু নতুন জেলা কমিটি গঠনের সাথে সাথেই বিদ্রোহ ঘোষণা করে দিলেন। যার ফলে ভবিষ্যতে তার রাজনৈতিক গতিবিধি নিয়ে তৃণমূলকে বিড়ম্বনায় পড়তে হতে পারে বলেও মনে করছেন একাংশ। তবে তৃণমূল বিধায়কের মান ভাঙানোর জন্য প্রশান্ত কিশোরের টিমের তরফ থেকে শুরু করে জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কম চেষ্টা করা হয়নি। কিন্তু সকলেই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। যার ফলে এখন মিহির গোস্বামীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, এদিন সকাল থেকে প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের সেই মিহিরবাবুর বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা গেছে। বেশ কিছু তৃণমূল কংগ্রেসের জেলা নেতা তার বাড়িতে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সকলেই ব্যর্থ হয়েছেন। তবে সকাল থেকে দুবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় মিহিরবাবুর বাড়িতে গিয়েছেন। কিন্তু তার বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বিধায়ক বাড়িতে নেই। যার ফলে তার মান ভাঙানোর চেষ্টা করা হলেও তাকে না পাওয়া যায়, তৃণমূলের সমস্ত স্তরের নেতৃত্বেই যে ব্যর্থ হয়ে গেলেন, সেই বিষয়টি নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি তার বিদ্রোহী মন্তব্যের পর যেভাবে তার মান ভাঙানোর জন্য জেলা নেতৃত্ব আসতে শুরু করেছেন এবং তাকে কার্যত এড়িয়ে যাচ্ছেন মিহির গোস্বামী! তাতে কি এবার তার জন্য নতুন কোনো রাজনৈতিক দরজা খুলতে শুরু করবে! একাংশ বলছেন, যদি মিহির গোস্বামী তৃণমূল ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেয়, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় ব্যাপক চাপে পড়বে তৃণমূল কংগ্রেস। দলের জন্ম লগ্ন থেকেই মিহিরবাবু তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছেন। বর্তমানে তিনি দলের বিধায়ক। তাই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জেলা নেতৃত্ব তার মান ভাঙানোর চেষ্টা করলেও, যেভাবে কারো সাথে দেখা না করে সেই বিদ্রোহকে জিইয়ে রাখছেন এই তৃণমূল বিধায়ক, তাতে নিঃসন্দেহে তার রাজনৈতিক গতিবিধি নিয়ে জল্পনা বাড়ছে।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “বিধায়ক আমাদের অভিভাবক। দলনেত্রীর প্রতি অত্যন্ত আস্থাভাজন। আমি দুবার তার বাড়িতে গিয়েছি। দেখা পাইনি। খুব শীঘ্রই দেখা পাব বলে আশা করছি।” তাহলে ইচ্ছাকৃতভাবেই কি দলের জেলা নেতৃত্বের সঙ্গে দেখা করলেন না মিহির গোস্বামী! এখন তা নিয়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে কোচবিহার জেলাজুড়ে। সব মিলিয়ে এখন মিহির গোস্বামীর রাজনৈতিক ভবিষ্যৎ কী হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!