এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের মুকুল-দিলীপ দূরত্ব প্রকাশ্যে, 2021 এর আগে বিজেপির অন্দরে চড়ছে পারদ! কি হবে ফলাফল?

ফের মুকুল-দিলীপ দূরত্ব প্রকাশ্যে, 2021 এর আগে বিজেপির অন্দরে চড়ছে পারদ! কি হবে ফলাফল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর দিলীপ ঘোষকে “ক্যাপ্টেন” বলে অভিহিত করেছিলেন। পরবর্তীতে সেই মুকুল রায়ের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দ্বন্দ্ব নিয়ে বিজেপির অন্দরে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মুকুল রায়। আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে সেই বাড়তি দায়িত্ব দিয়ে দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের জুটির ওপরে ভরসা করেই বিজেপি বাংলা জয়ে অগ্রসর হতে চাইছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে বর্তমানে বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে দায়িত্ব পেলেও, মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের দ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এল। সূত্রের খবর, সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার পর রবিবার মুকুল রায়কে রাজ্য বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় নি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। যার ফলে জল্পনা ছড়িয়ে পড়েছে, তাহলে কি মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের দ্বন্দ্ব এখনও পর্যন্ত অটুট রয়েছে! আর তাই সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পাওয়া মুকুল রায় বিজেপি রাজ্য নেতাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলেও, সেখানে অনুপস্থিত থেকে কার্যত সেই দ্বন্দ্বকে জিইয়ে রাখলেন দিলীপ ঘোষ?

সূত্রের খবর, এদিন আইসিসিআরে মুকুল রায়কে সংবর্ধনা দেওয়ার একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গী, অরবিন্দ মেনন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কিন্তু সেই অনুষ্ঠানেই অনুপস্থিত থাকতে দেখা যায় নি  রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। কেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হলেন না? জানা গেছে, এদিন দিলীপ ঘোষ পূর্ব মেদিনীপুরে একটি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। তাই তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজ্য বিজেপির তরফ থেকে আয়োজিত অনুষ্ঠানে স্বয়ং বিজেপি সভাপতির অনুপস্থিতি নিঃসন্দেহে জল্পনা বাড়াতে শুরু করেছে। একাংশ প্রায় নিশ্চিত, মুকুল রায় দায়িত্ব পাওয়ায় দিলীপ ঘোষ এবং তার অনুগামীরা খুব একটা খুশি নয়। আর তার কারণেই রাজ্য বিজেপির তরফ থেকে সেই মুকুল রায়কে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও, সেখানে অনুপস্থিত থেকে নিজের অখুশির বার্তাটি পৌঁছে দিতে চাইলেন দিলীপ ঘোষ বলে দাবি একাংশের।

এদিন এই প্রসঙ্গে বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, “মোদীজি চান রাজ্যে বিজেপি সরকার হোক। সেই কাজ করতে গিয়ে কে ছোট, কে বড় ভাবলে চলবে না। সবাইকে এগিয়ে এসে কাজ করতে হবে এবং বিজেপিকে জেতাতে হবে। ভোটে খেলতে গেলে কোনো দ্বিতীয় ইনিংস হয় না। আর সেকেন্ড চান্স বলে কিছু হয় না। দিলীপবাবুর স্কোর খুব ভালো। জয় তীলক অর্জন করা তার পক্ষে অত্যন্ত সহজ।” অর্থাৎ দিলীপ ঘোষ এই অনুষ্ঠানে অনুপস্থিত থেকে যে বার্তাই দেওয়ার চেষ্টা করুক না কেন, মুকুল রায় অন্তত সকলকে নিয়ে কাজ করার বার্তার মধ্যে দিয়ে দলীয় সংগঠনকে শক্তিশালী করার কথা বললেন।

তবে মুকুল রায় নিজের বক্তব্যের মধ্যে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেও, রাজনৈতিক বিশেষজ্ঞরা এক প্রকার নিশ্চিত যে, এখনও পর্যন্ত দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের মধ্যে দ্বন্দ্ব সম্পূর্ণরূপে মিটে যায়নি। সেই কারণে রাজ্য বিজেপির পক্ষ থেকে মুকুল রায়কে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হলেও, সেখানে অনুপস্থিত থেকে কার্যত সংঘাতের বার্তা দিলেন দিলীপ ঘোষ বলে দাবি একাংশের। আর যদি সেদিকেই এগোয় গোটা পরিস্থিতি, তাহলে রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্ব বাড়তে শুরু করলে কিভাবে বিজেপি আগামী দিনে ক্ষমতায় আসবে! তা নিয়ে সংশয় তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!