এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু নয় অনুপ্রেরণা মমতাই, ভোল পাল্টে দাবি শুভেন্দু ঘনিষ্ঠ পদাধিকারী নেতার

শুভেন্দু নয় অনুপ্রেরণা মমতাই, ভোল পাল্টে দাবি শুভেন্দু ঘনিষ্ঠ পদাধিকারী নেতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত ৮ ই নভেম্বর শুভেন্দু অধিকারীকে নিয়ে সভা করেছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে সভা করার পর তুলে নেয়া হয়েছিল তার নিরাপত্তারক্ষী। সে সময় দলের বিরুদ্ধে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর হঠাৎ করেই দলের প্রতি অবস্থান বদল ঘটলো তাঁর। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবেন তিনি। সেই সঙ্গে তিনি জানালেন যে, মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধানসভা আসনে জয়লাভ করবে তৃণমূল।

প্রসঙ্গত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। গত ৮ ই নভেম্বর তিনি শুভেন্দু অধিকারীকে নিয়ে মুর্শিদাবাদের খরগ্রাম একটি সভার আয়োজন করেছিলেন। এরপর মোশারফ হোসেনের নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্য সরকারের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন সভাধিপতি। সভাধিপতি মোশারফ হোসেন জানিয়েছিলেন মুর্শিদাবাদের মত একটা বড় জেলার তিনি সভাধিপতি। এ কারণে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় তাঁকে, যেতে হয় নানা স্থানে।

এই অবস্থায় তাঁর নিরাপত্তারক্ষী এভাবে তুলে নেওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছিলেন তিনি। তিনি জানিয়ে ছিলেন যে, আগামী দিনে তিনি যদি নিরাপত্তারক্ষী নাও পান, তাহলেও সাধারণ মানুষের পাশে থাকবেন তিনি। তাঁরাই তাঁকে নিরাপত্তা দেবেন। বিষয়টি তিনি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলেন। এই ঘটনার ১১ দিন পর ব্যাপক ভোলবদল তাঁর। তাঁকে বলতে শোনা গেল যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। সেইসঙ্গেই তিনি জানান, আগামী ২০২১ এর নির্বাচনে মুর্শিদাবাদ জেলার বিধানসভার ২২ টি আসনের মধ্যে ২২ টি তেই জয়লাভ করবে তৃণমূল। ঐক্যবদ্ধ তৃণমূল দলের কথা জানালেন তিনি। সভাধিপতির এই অবস্থান বদলকে সমর্থন করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সভাধিপতি মোশারফ হোসেনের অবস্থান বদল নিয়ে তীব্র কটাক্ষ করল বিজেপি। জনৈক বিজেপি নেতা এ প্রসঙ্গে জানালেন যে, তিনি বুঝতে পেরেছেন যে, তৃণমূলের ছাত্রছায়া থেকে বেরিয়ে এলে প্রশাসনের কোনো সহযোগিতা পাবেন না। প্রশাসনের সহযোগিতা ছাড়া টিকে থাকতে পারবেন না। এ কারণে তিনি নিজের সিদ্ধান্ত বদল করেছেন। তাই তিনি জানান যে, তিনি তৃণমূলের সঙ্গে আছেন, মা মাটি মানুষের সঙ্গে আছেন। অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় বাইশে বাইশ আসনের ব্যাপারটিকে দিবাস্বপ্ন বলে কটাক্ষ করল বিজেপি শিবির। যখন ভোটের ফল বের হবে তখন সত্যিটা দেখা যাবে।

অন্যদিকে মুর্শিদাবাদের কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস জানালেন যে, কাটমানি, সম্পত্তি গোছানো এই দুই বিষয়ে তৃণমূল একটা বড় অংশ যুক্ত আছে। তাদের হাত থেকে যখন এইগুলি চলে যায়, তখন তারা বুঝতে পারেন যে তা কত তেতো। যারা মধু খায়, তারা এটা সহজেই বোঝে। তার কথায় মানুষ সমস্ত কিছুই বুঝতে পারছে।এ ভাবে শুভেন্দু অধিকারীর অনুগামীর হঠাৎ ভোল বদল নিয়ে তীব্র শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে।

এদিকে শুভেন্দু অধিকারী ভবিষ্যতে কি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন? তা নিয়ে তীব্র জল্পনা বাড়ছে। তাকে নিয়ে ক্রমশই বাড়ছে দলের সংশয়। জায়গায় জায়গায় তিনি দলহীন জনসংযোগ পালন করছেন। যেখানে দলের নাম, প্রতীক কোন কিছুই ব্যবহার করছেন না তিনি। এদিকে তাঁর অনুগামীরা জেলায় জেলায় তাঁর নামে পোস্টার ও ব্যানার দিতে শুরু করেছেন। এবার পূর্ব বর্ধমানের জামালপুরে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার দেখা গেল। যে ঘটনায় তৃণমূল দায়ী করেছে বিজেপিকে।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!