এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গণনার আগে আজ দলীয় বৈঠকে মমতা, কি রণকৌশল? জেনে নিন!

গণনার আগে আজ দলীয় বৈঠকে মমতা, কি রণকৌশল? জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনী প্রচারে তিনি বারবার কর্মী-সমর্থকদের সতর্ক করেছেন, গননা হওয়ার সময় শেষ না হওয়া পর্যন্ত কেউ যাতে গণনা কেন্দ্র না ছাড়েন। এবারের নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে কিছুটা হলেও চ্যালেঞ্জের। গেরুয়া শিবির ক্রমাগত ঘাড়ে নিশ্বাস ফেলছে ঘাসফুল শিবিরের। বৃহস্পতিবার শেষ হয়েছে বাংলার নির্বাচন। আর তারপরেই বিভিন্ন এক্সিট পোল সামনে আসতে শুরু করেছে। প্রায় প্রতিটি এক্সিট পোলেই দেখা যাচ্ছে, এবার বাংলায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

তবে শেষ হাসি কে হাসবে, তা দোসরা মে ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে। হাতে আর মাত্র 2 দিন রয়েছে। কিন্তু ভোট শেষ হওয়ার পরেই সময় নষ্ট না করে আজ দলীয় প্রার্থী এবং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা গণনার আগে এই বৈঠককে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ শুক্রবার বেলা তিনটেয় রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং এজেন্টদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকে গণনা পর্বের আগে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় বার্তা দেবেন তিনি। মূলত, করোনা পরিস্থিতির কারণে এবার গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে অনেক নিয়ম কানুন লাগু করেছে নির্বাচন কমিশন।

এমনিতেই গণনা কেন্দ্রে কম লোক থাকতে পারবেন। তার মধ্যে বিজেপি এগিয়ে যাচ্ছে, এটা দেখে যাতে দলের কোনো নেতাকর্মী গণনা কেন্দ্র না ছাড়েন, তা নিশ্চিত করতেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, গণনা নিয়ে কিছুটা হলেও অশান্তির আবহ হতে পারে। তাই এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী এবং এজেন্টদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে দিতে চান। গননার আগের দিন যাতে কেউ ভেঙে না পড়েন, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক বলে দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে আজ দলীয় বৈঠকে তৃনমূল নেত্রী কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!