এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উত্তরপ্রদেশে দরকার – রাষ্ট্রপতি শাসন নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা এবার ফিরহাদ হাকিমের

উত্তরপ্রদেশে দরকার – রাষ্ট্রপতি শাসন নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা এবার ফিরহাদ হাকিমের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রায় বেশ কিছুদিন ধরেই বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। কিছুদিন আগেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক। তাই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা দেখা দিচ্ছে বলে দাবি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা মন্তব্য করে তাকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ফিরহাদ হাকিম।

স্বভাবতই রাষ্ট্রপতি শাসন নিয়ে এবার বাংলায় শাসক-বিরোধী তরজা কার্যত চরম আকার ধারণ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি অমূলক নয়। আর এর পরেই সেই রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

পরবর্তীতে রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাতের পর সেই সম্ভাবনা আরও জোরালো হতে শুরু করে। কিন্তু সম্প্রতি রাজ্যে এসে অমিত শাহ সেই রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে মন্তব্য করেন। যেখানে তিনি বলেন, “এপ্রিল মাসে তৃনমূল সরকার পড়ে যাবে। তাই আর রাষ্ট্রপতি শাসনের দরকার হবে না বলেই মনে হয়।” কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের ওপর হামলা সহ একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

স্বাভাবিক ভাবেই দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা বিজেপি শাসিত রাজ্য গুলোর কথা তুলে ধরে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর, এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, “রাষ্ট্রপতি শাসন করতে গেলে তো উত্তরপ্রদেশে আগে করতে হবে। সেখানে প্রতিদিন এনকাউন্টার হয়। প্রতিদিন গণধর্ষণ হয়। বাংলাকে নিয়ে লাগাতার অপপ্রচার চালাচ্ছে বিজেপি। বাংলায় শান্তি আছে। এখানে 356 ধারা প্রয়োগ করা যাবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ বিজেপির পক্ষ থেকে যখন বাংলার আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ করা হচ্ছে, তখন পাল্টা ফিরহাদ হাকিম বিজেপিশাসিত উত্তরপ্রদেশের কথা তুলে ধরে সেই বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলেন। অর্থাৎ তিনি নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, বিজেপি আগে নিজেদের পরিচালিত রাজ্যগুলোতে আইন-শৃঙ্খলা ঠিক করুক। তারপর তারা বাংলার কথা বলবে। তবে ফিরহাদ হাকিম এই মন্তব্য করলেও, বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি অভিযোগ করা হচ্ছে। যাকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

বস্তুত, সাম্প্রতিককালে আলিপুরদুয়ারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা হয়। যেখানে তাকে কালো পতাকা দেখানো হয় বলেও অভিযোগ ওঠে। আর এরপর থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো বেশি করে সরব হতে শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। যেখানে একটি কালীপুজোর উদ্বোধনে গিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি প্রয়োজন হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। আর এর পরিপ্রেক্ষিতেই পাল্টা উত্তরপ্রদেশের কথা তুলে ধরে সেখানে আগে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত বলে দাবি করে বিজেপিকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূলের ফিরহাদ হাকিম। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!