এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দিল্লীতে কংগ্রেসের রাষ্ট্রপতি অভিযান ঘিরে ব্যাপক হাঙ্গামা, গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী

দিল্লীতে কংগ্রেসের রাষ্ট্রপতি অভিযান ঘিরে ব্যাপক হাঙ্গামা, গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষক আন্দোলন। দীর্ঘ একমাস যাবত কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতায় দিল্লি হরিয়ানা সিংঘু সীমান্তে বিক্ষোভ সমাবেশ চলছে কৃষকদের। ইতিমধ্যেই কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকার দীর্ঘ আলোচনা চালালেও তা থেকে কোনো সুরাহা যে বেরোয়নি তা স্পষ্ট। অন্যদিকে দেশের বিরোধী শক্তিগুলির প্রায় প্রত্যেকেই কৃষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই বার্তা দিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিছুদিন আগেই জানিয়েছিলেন, কৃষকদের পাশে দাঁড়াতে তিনি দু কোটি মানুষের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে।

বিশেষজ্ঞদের মতে, কৃষি আন্দোলনকে কংগ্রেস মোদী সরকারের বিরুদ্ধে অন্যতম হাতিয়ার হিসেবে প্রয়োগ করতে চাইছে। আর সে জায়গায় প্রিয়াঙ্কা গান্ধীর গ্রেফতারি এই আন্দোলনকে অন্য মাত্রা দিল। সেই অনুযায়ী আজকে রাষ্ট্রপতি ভবন অভিযান করছিল কংগ্রেস। কিন্তু জানা গিয়েছে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে কংগ্রেসের এই রাষ্ট্রপতি ভবন অভিযানে বাধা দেয় পুলিশ। ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা হয় আজ দিল্লীতে। প্রিয়াঙ্কা গান্ধীসহ আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস থেকে তীব্র নিন্দা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মোদি সরকারের তীব্র সমালোচনা করে এদিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, বর্তমান সরকারের সমালোচনা করলেই বর্তমানে প্রত্যেককেই সন্ত্রাসবাদী বলে দেগে দেওয়া হচ্ছে। কৃষকদের সমর্থন জানাতে রাষ্ট্রপতি ভবন অভিযান হবার কথা ছিল। দেশের সাংসদরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইছিলেন, সেই অধিকারও তাঁদের আছে বলে দাবী করেন প্রিয়াঙ্কা। এরপরেই ইনি প্রশ্ন তোলেন, কার অসুবিধা হচ্ছিল এতে? অন্যদিকে আজকের ঘটনায় কংগ্রেস সহ অন্যান্য বিরোধী শক্তিরাও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কৃষক আন্দোলন নিয়ে ইতিমধ্যেই চাপে পড়েছে কেন্দ্রীয় সরকার।

তার মধ্যেই যেভাবে একের পর এক বিরোধী শক্তিগুলি কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে, তাতে চাপ আরও বাড়ছে বৈ কমছেনা। এই অবস্থায় রাহুল গান্ধী রাষ্ট্রপতি ভবনে দু’কোটি স্বাক্ষর সম্বলিত স্মারকপত্র জমা দিলে পারতপক্ষে তা কেন্দ্রীয় সরকারের ওপর আরও চাপ বাড়াত। তাই তড়িঘড়ি এই অভিযানকে ব্যর্থ করতে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবী, আজকে প্রিয়াঙ্কা গান্ধীর গ্রেফতারি কিন্তু কংগ্রেসকে জাতীয় আন্দোলনের ক্ষেত্রে অনেকটাই জায়গা করে দিল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!