এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রীতি ম্যাচে অপরাজিত থেকেও হারলেন বাংলার মহারাজ!

প্রীতি ম্যাচে অপরাজিত থেকেও হারলেন বাংলার মহারাজ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বুধবার মতেরা স্টেডিয়ামে ১২ ওভারের প্রীতি ম্যাচে প্রেসিডেন্ট একাদশকে ২৮ রানে পরাজিত হতে হল। ম্যাচটি আহমেদাবাদের নবনির্মিত স্টেডিয়ামে খেলা হয়। আজ বার্ষিক সাধারণ সভার আগে বিসিসিআই প্রীতি ম্যাচটির আয়োজন করেছিল। আর সেখানেই পরাজিত হল মহারাজের দল।

এদিন ম্যাচে ৩৭ বলে অপরাজিত ৫৩ রান ও ১টি উইকেট নিয়ে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না তাঁর দলকে। তাঁর ব্যাটে এদিন ছয়টি বাউন্ডারি ও একটি ছক্কা ছিল। জয় শাহ একাদশের কাছে ২৮ রানে হারল সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশ। এদিন প্রথমে ব্যাটিংয়ে নামে সেক্রেটারি একাদশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিসিসিআইয়ের সচিব নিরঞ্জন শাহের ছেলে মোহাম্মদ আজহারউদ্দিন এদিন ৩ এবং জয়দেব শাহ ৩৮ রান করেন। সেক্রেটারি একাদশের হয়ে ২২ বলে থাকার সময় শীর্ষে থাকা আজহারউদ্দিন এই ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারি করেন। এদিন তাঁর ঝোলায় আসে সাতটি বাউন্ডারি। যদিও এই খেলায় সফল বোলারদের মধ্যে সৌরভ গাঙ্গুলি অন্যতম ছিলেন।

একজন ব্যাটসম্যান হিসেবে বোলিংয়ের ক্ষেত্রে তিনিই একমাত্র বোলার ছিলেন যিনি বিরোধী অধিনায়ক জে শাহকে ২ রানে আউট করেন। ফলত যেখানে জয় শাহ একাদশ নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেটে ১২৮ রান তোলে, সেখানে জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশ ১২ ওভারে ৪ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি। যদিও বিশেষজ্ঞদের মতে, দল হারলেও এদিন মাঠে বাংলায় মহারাজের দাদাগিরিতে ভাঁটা পড়েনি কোথাও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!