এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের বিপাকে তৃণমূল, এবার বেসুরে মেয়র, চিন্তা বাড়ছে ক্রমশ

ফের বিপাকে তৃণমূল, এবার বেসুরে মেয়র, চিন্তা বাড়ছে ক্রমশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আরও একবার রাজ্যের তৃণমূল সরকার প্রবল অস্বস্তিতে। এতদিন ধরে একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ রাজ্যের শাসক দলের প্রতি বিরোধিতার সুর প্রকট করেছে, বিক্ষুব্ধ মনোভাব দেখিয়ে অনেকেই দল ত্যাগ করেছেন। আবার অনেকেই দলে রয়েছেন নিষ্ক্রিয়ভাবে। এই অবস্থায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি যেভাবে জেলার বঞ্চনার অভিযোগ তুলে চিঠি দিলেন, তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আসানসোলের তৃণমূলের বর্তমান পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছেন, আসানসোল পুরসভাকে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে রাজনৈতিক কারণে।

আর সে কারণেই আসানসোল পুরসভার উন্নতি আটকে রয়েছে। এই অভিযোগ জানিয়ে জিতেন্দ্র তিওয়ারি চিঠি দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। কিন্তু সেই চিঠি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। রাজনৈতিক মহলের অনেকেই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি এবার পরবর্তী বিক্ষুব্ধ মনোভাবাপন্ন বিধায়ক হিসেবে দেখা যেতে চলেছে আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারিকে? সূত্রের খবর, রবিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে পান্ডবেশ্বর কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি একটি চিঠি দেন। সেই চিঠিতে তিনি বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

চিঠিতে জিতেন্দ্র তিওয়ারি ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ জানিয়েছেন, কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের 2000 কোটি টাকা থেকে যেরকম বঞ্চিত হয়েছে আসানসোল, ঠিক সেভাবেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর টাকাও তাঁরা পাননি। রাজনৈতিক কারণে কেন্দ্রের প্রকল্পের টাকা তাঁদের দেওয়া হচ্ছেনা। যার জেরে কিন্তু ক্ষতি হচ্ছে আসানসোলের, আসানসোলবাসীর বলে দাবী করা হচ্ছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে রাজ্যবাসীকে বঞ্চিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গেরুয়া শিবিরের এই অভিযোগকে এবার নিজের গলায় বসিয়ে নিয়ে রীতিমতো দলীয় অস্বস্তির সৃষ্টি করলেন তৃণমূল বিধায়ক বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সোমবার সকালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে যে চিঠি পাঠিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারী, সেটি প্রকাশ্যে নিয়ে আসেন বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্য, যা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন আসানসোলের বর্তমান পুর প্রশাসক। এদিন জিতেন্দ্র তিওয়ারি অমিত মালব্যের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, রাজ্যের মন্ত্রীকে তিনি যে চিঠি দিয়েছেন তা অত্যন্ত গোপনীয়। সেই চিঠি প্রকাশ্যে এনে গেরুয়া শিবির সেটি বেআইনি কাজ করেছে। তবে প্রশ্ন উঠেছে, গোপনীয় চিঠি কিভাবে বিজেপির আইটি সেলের প্রধানের কাছে পৌঁছে গেল? বিশেষজ্ঞরা মনে করছেন, একুশের বিধানসভা নির্বাচন বাংলার দরজায় কড়া নাড়ছে।

কিন্তু তার আগেই যেভাবে তৃণমূল শিবিরের নেতা, সাংসদ, বিধায়করা যেভাবে একের পর এক দলে বিদ্রোহ করতে শুরু করেছেন, তা কিন্তু আগামী নির্বাচনে তৃণমূল শিবিরকে যথেষ্ট বিপাকে ফেলতে পারে। তবে আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি এখনো পর্যন্ত কড়া বিদ্রোহ প্রকাশ না করলেও যেভাবে সরকারের প্রতি অভিযোগের আঙুল তুলেছেন, তাতে করে জিতেন্দ্র তিওয়ারিও যে তৃণমূলের কালো তালিকার অন্তর্ভুক্ত হলেন, সে কথা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন রাজনৈতিক মহলের অনেকেই।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!