এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > প্রাক্তন তৃণমূল সাংসদের নামে পোস্টার, জোর চাঞ্চল্য

প্রাক্তন তৃণমূল সাংসদের নামে পোস্টার, জোর চাঞ্চল্য

এবার ফল প্রকাশের পরই প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে পড়া পোস্টারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুরুলিয়ায়। আর এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার সাহেববাঁধ রোড এলাকায়। বস্তুত, এক সময়কার কংগ্রেসের দাপুটে নেতা হিসেবে পরিচিত সীতারাম মাহাতোর ছেলে হিসেবে পরিচিত মৃগাঙ্ক মাহাতো।

গত 2014 সালে এই মৃগাঙ্কবাবুকে তৃণমূল প্রার্থী করলে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।আর 2019 সালের লোকসভা নির্বাচনেও তাকে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। তবে এবার পুরুলিয়া লোকসভা কেন্দ্র দখল করতে পারেনি শাসক দল। সেখানে শেষ হাসি হেসেছে গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার এখানকার তৃনমূলের প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতো বিরুদ্ধে একটি পোস্টার পড়ল পুরুলিয়ায়। যেখানে এই পোস্টারের নিচে লেখা থাকতে দেখা যায় “অহংকারের পতন হল।” আর হেরে যাওয়ার পরই এইভাবে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ে যাওয়ায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল তৈরি হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটালো?

এদিন এই ঘটনার পিছনে বিজেপিই জড়িত বলে অভিযোগ তুলেছে শাসক দল। তবে বিজেপির তরফে অবশ্য এই অভিযোগকে সম্পূর্ণ রূপে অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “এই ঘটনা আসলে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে পোস্টারে ভুল কিছু লেখা হয়নি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!