নতুন কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশেষ খবর রাজ্য December 22, 2017 মঙ্গলবার শিক্ষামন্ত্রী বকখালি সফরে এসে অনুস্ঠানিক ভাবে ফ্রেজারগঞ্জে ৪ শয্যার ক্রিটিকাল কেয়ার ইউনিট গড়ে তোলার কথা জানান। এর ফলে ফ্রেজারগঞ্জ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলি উপকৃত হবে বলে তিনি মনে করেন। এই কেয়ার ইউনিট গড়ে উঠলে কর্মসংস্থানের প্রসার হবে এ কথার উল্লেখ করে নতুন ২০টি পদ তৈরির কথাও তিনি ঘোষনা করেন। অন্য দিকে বর্ধমান এবং সাগর দত্ত মেডিকল কলেজে আঞ্চলিক ক্যানসার সেন্টার এর জন্য ৩৫টি পদে নতুন লোক নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । আপনার মতামত জানান -