এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুরুলিয়াতে এবার প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচি

পুরুলিয়াতে এবার প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচি


পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই পুরুলিয়া জেলা রাজ্য-রাজনীতির শিরোনামে। সারা রাজ্য জুড়ে ঘাসফুলের দাপট থাকলেও পুরুলিয়া জেলাতে বিজেপির উত্থান সবার নজর কাড়ে, এর মধ্যেই মাত্র তিনদিনের মধ্যে দুই বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যাওয়ায় রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। একসময় কংগ্রেসের গড় হিসাবে খ্যাত পুরুলিয়া ধীরে ধীরে গেরুয়া আবেগে ভরে ওঠে। বিজেপির শীর্ষস্তরের নেতাদের উপস্থিতি ও আন্দোলন ক্রমশ প্রচারের আলো কেড়ে নিচ্ছিল, ঘুম উড়ছিল প্রশাসনের। আর এবার তার সঙ্গেই দোসর হিসাবে প্রশাসনের ঘুম ওড়াতে আসরে কংগ্রেস।

ছ-দফা দাবি নিয়ে আজ আড়ষা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি পুলকেশ কুমার মাহাতোর নেতৃত্বে আড়ষা থানা ঘেরাও করেন শয়ে-শয়ে কংগ্রেস কর্মী-সমর্থক। এই থানা ঘেরাও কর্মসূচিতে উত্তম ব্যানার্জির মত হেভিওয়েট জেলা কংগ্রেস নেতারাও উপস্থিত ছিলেন। কংগ্রেসের তরফে যে স্মারকলিপি পুলিশকে জমা দেওয়া হয় তাতে দাবি ছিল –
১. বিগতদিন ধরে আড়ষা ব্লক কংগ্রেস লক্ষ্য করছে যে বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী প্রশাসন কাজ করে চলেছে
২. শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের পক্ষপাতিত্ত্ব করা চলবে না
৩. প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে
৪. অকারণে এলাকার মানুষকে হেনস্থা করা চলবে না
৫. মিথ্যা মামলায় কাউকে জড়ানো চলবে না
৬. এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে তার সুব্যবস্থা করতে হবে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!