এখন পড়ছেন
হোম > জাতীয় > পিবি এক্সক্লুসিভ ওপিনিয়ন পোল লোকসভার লড়াই – মহারাষ্ট্র ও গোয়ার সাম্ভাব্য ফলাফল

পিবি এক্সক্লুসিভ ওপিনিয়ন পোল লোকসভার লড়াই – মহারাষ্ট্র ও গোয়ার সাম্ভাব্য ফলাফল


লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই, ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। একদিকে যখন দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় ফিরতে আশাবাদী নরেন্দ্র মোদী-অমিত শাহের নেতৃত্ত্বাধীন বিজেপি, অন্যদিকে তখন তরুণ ব্রিগেডকে সামনে রেখে ও বিরোধীদের সঙ্গে কিছুটা নমনীয় সম্পর্ক গড়ে তুলে রাহুল গান্ধীর কংগ্রেসও স্বপ্ন দেখছে কেন্দ্রে ক্ষমতা দখলের। কিন্তু দুই হেভিওয়েট জাতীয় দলের লড়াইয়ের মাঝে আঞ্চলিক দলগুলিকে নিয়ে কেন্দ্রে অ-কংগ্রেসি ও অ-বিজেপি সরকার গঠনের লক্ষ্যে ফেডারেল ফ্রন্ট গঠনের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমশ উস্কে দিচ্ছেন কেন্দ্রে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন। এই পরিস্থিতিতে আম জনতার মধ্যেও ক্রমশ বাড়ছে লোকসভা নির্বাচন নিয়ে কৌতূহল।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই লোকসভা নির্বাচন ২০১৯-এর দিকে লক্ষ্য রেখে প্রিয় বন্ধু মিডিয়ার তরফ থেকে ভারতবর্ষের সব রাজ্যে করা হল একটি ওপিনিয়ন পোল। ২২ দিন ধরে দেশের ২৯ টি রাজ্য ও ৭ কেন্দ্র শাসিত অঞ্চল যেখানে লোকসভা ভোট হবে রাজ্যওয়ারী ফলাফল – আমাদের সমীক্ষা অনুযায়ী যা সামনে এসেছে তা তুলে ধরব। এই সমীক্ষা কোনোমতেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে নয়, এই মুহূর্তে ভারতবাসী কি ভাবছেন তার একটা প্রতিফলন তুলে আনার প্রচেষ্টা মাত্র। আগামী দিনে নির্বাচন যত এগিয়ে আসবে আমরা তত ঘনঘন এই সমীক্ষা করে বোঝার চেষ্টা করব ভারতবাসীর জনমত কিভাবে পাল্টাচ্ছে। আজ প্রিয়বন্ধু মিডিয়ার করা সমীক্ষা অনুযায়ী মহারাষ্ট্র ও গোয়ার সাম্ভাব্য ফলাফল –

রাজ্যের নাম – মহারাষ্ট্র
মোট আসন – ৪৮

২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল –
বিজেপি – ২৩
শিবসেনা – ১৮
এনসিপি – ৪
কংগ্রেস – ২
স্বাভিমানী পক্ষ – ১

আমাদের সমীক্ষা অনুযায়ী ২০১৯ এর সাম্ভাব্য ফলাফল –
বিজেপি – ১৬
শিবসেনা – ১৪
এনসিপি – ১১
কংগ্রেস – ৭

রাজ্যের নাম – গোয়া
মোট আসন – ২

২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল –
বিজেপি – ২

আমাদের সমীক্ষা অনুযায়ী ২০১৯ এর সাম্ভাব্য ফলাফল –
বিজেপি – ১
শিবসেনা – ১

সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে –
মোট আসন – ৫৪৩
এখনো পর্যন্ত সমীক্ষা হয়েছে – ২২৬

এখনো পর্যন্ত করা সমীক্ষা অনুযায়ী বিভিন্ন দলের মোট আসন –
বিজেপি নেতৃত্ত্বাধীন এনডিএ – ১০৬
ফেডারেল ফ্রন্ট – ৭৪
কংগ্রেস নেতৃত্ত্বাধীন ইউপিএ – ৪৬

ফেডারেল ফ্রন্টে কার কত সাম্ভাব্য আসন –
শিবসেনা – ১৫
আরজেডি – ১৪
তেলেগু দেশম পার্টি – ১২
এনসিপি – ১১
ওয়াইএসআর কংগ্রেস – ১০
লোকদল – ৩
জেডিএস – ৩
নির্দল ও অন্যান্য – ৬

এখনো পর্যন্ত সমীক্ষা করা হয়েছে যে রাজ্যগুলির –
১. অন্ধ্রপ্রদেশ
২. আসাম
৩. বিহার
৪. ছত্তিশগড়
৫. গুজরাট
৬. হরিয়ানা
৭. হিমাচল প্রদেশ
৮. জম্মু ও কাশ্মীর
৯. দিল্লি
১০. উত্তরখন্ড
১১. কর্ণাটক
১২. মহারাষ্ট্র
১৩. গোয়া

আরও পড়ুন: পিবি এক্সক্লুসিভ ওপিনিয়ন পোল লোকসভার লড়াই – কর্ণাটকের সাম্ভাব্য ফলাফল

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!