এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কাটমানির বাড়বাড়ন্ত ও আর্থিক দুর্নীতি রোধে নতুন পদ সৃষ্টি করল রাজ্য সরকার

কাটমানির বাড়বাড়ন্ত ও আর্থিক দুর্নীতি রোধে নতুন পদ সৃষ্টি করল রাজ্য সরকার

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই দুর্নীতি কমাতে উদ্যোগী হন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই গত 18 ই জুন কলকাতার নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের বৈঠকে কোন কাটমানি কেউ খেলে তা বরদাস্ত করা হবে না‌। আইন আইনের পথে চলবে বলে জানিয়ে দেন তিনি।

আর এরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন সাধারণ মানুষ। আর এবার এই কাটমানির বাড়বাড়ন্ত ও আর্থিক দুর্নীতি রোধের জন্য নতুন পদ সৃষ্টি করল রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, “ইকোনমিক্স অফেন্স উইং” এর এই পদে ডেপুটি ডিরেক্টর পদে আনা হল আইপিএস তন্ময় রায় চৌধুরীকে। অন্যদিকে আইপিএস কে জয়রামনকে “ইকোনোমিক্স অফেন্স উইংয়ের ডিরেক্টর পদে বসানো হল। অনেকে বলছেন, শুধু যে মুখে দুর্নীতি রোধের কথা বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষান্ত থাকেন না, তা এদিনের এই পদক্ষেপ থেকেই পরিষ্কার হয়ে গেল।

অন্যদিকে কাটমানির এই ভয়ঙ্কর পরিস্থিতিকে এড়িয়ে এবার থেকে উপভোক্তাদের টাকা সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত, কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই প্রশাসনের পক্ষ থেকেও এই ব্যাপারে তৎপরতা শুরু হয়। আর এবার দলের পাশাপাশি সরকারি স্তরেও কাটমানির বাড়বাড়ন্ত ঢুকতে নতুন পদ সৃষ্টি করে তা রুখতে চাইছে রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!