এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > নিমতিতা বিস্ফোরণ কান্ডের পেছনে কে বা কারা? খোঁজ পেতে জোরদার তল্লাশি গোয়েন্দা দফতরের

নিমতিতা বিস্ফোরণ কান্ডের পেছনে কে বা কারা? খোঁজ পেতে জোরদার তল্লাশি গোয়েন্দা দফতরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের প্রাক্কালে শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় সময়ের সাথে সাথে বিভিন্ন তথ্য প্রকাশ পাচ্ছে। এবং তাতেই আরও বেশি ঘনীভূত হচ্ছে রহস্য। সম্প্রতি নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনসহ বেশ কয়েকজন প্রবল বিস্ফোরণের আঘাতে গুরুতর আহত হন। মন্ত্রী জাকির হোসেনকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় এবং তাঁর চিকিৎসা শুরু হয়। দীর্ঘ চিকিৎসার পর জানা গেছে, আপাতত তিনি স্থিতিশীল। অন্যদিকে মুর্শিদাবাদের তৃণমূলের জনপ্রিয় নেতা জাকির হোসেনকে সরিয়ে দেওয়ার জন্যই তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী।

যথারীতি এই ঘটনায় শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। নিমতিতা স্টেশনে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্য গোয়েন্দা দফতরের জোরদার তদন্ত। বৃহস্পতিবার দিনভর তল্লাশি চালিয়ে শুক্রবার সকাল থেকেই নতুন করে নিমতিতা স্টেশনে সিআইডি এবং কেন্দ্রীয় ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু হয়েছে তল্লাশি চালানো। ইতিমধ্যেই গোয়েন্দা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, নিমতিতা স্টেশনে কোন সাধারণ মানের বোমা বিস্ফোরণ হয়নি, বিস্ফোরণ হয়েছে উন্নত মানের আইডি দিয়ে। এদিন গোটা স্টেশন চত্বরে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা।

বিস্ফোরণস্থলে রেললাইনের ওপর যেরকম পাওয়া গিয়েছে একটি বাইকের ব্যাটারির অংশ, তেমনই বিস্ফোরণস্থল থেকে 100 মিটার দূরে উদ্ধার হয়েছে একটি লোহার পাত। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, বুধবার রাতে রাজ্যের মন্ত্রীর ওপর হামলা হয়েছে বেশ উন্নত মানের বিস্ফোরক দিয়ে। জানা গেছে, গতকাল সিআইডির হাতে এসেছে একটি ভিডিও ফুটেজ- যেখানে মন্ত্রী জাকির হোসেনকে দেখা গিয়েছে যখন তিনি স্টেশনে হাঁটছিলেন, তখন তার সামনে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে মন্ত্রীর অনুগামীদের অনেকেই তাঁকে সাবধান করে। অনুগামীদের মধ্যে একজন যখন ব্যাগটি সরাতে যায়, তখনই ব্যাপক বিস্ফোরণ হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা গিয়েছে, মন্ত্রী জাকির হোসেন এই মুহূর্তে বিপন্মুক্ত। এখনো পর্যন্ত তাঁর শরীর থেকে বিস্ফোরক বের করার জন্য অপারেশন হয়ে চলেছে। রবিবার বিকেলের পর অথবা সোমবার মন্ত্রী জাকির হোসেনের প্লাস্টিক সার্জারি হতে পারে বলে অনুমান করা যাচ্ছে। বিস্ফোরণে আহত আরো 14 জনের অস্ত্রোপচার হবে আজ এবং আগামীকাল। সূত্রের খবর, আরপিএফের তরফ থেকে তদন্তের কাজে রাজ্য পুলিশের সঙ্গে সবরকম সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।

মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর ওপর হামলার ঘটনা যথারীতি রাজনৈতিক চাপানউতোরকে তুঙ্গে তুলেছে। পাশাপাশি শুরু হয়েছে অভিযোগ-প্রতি অভিযোগের পালা শাসক বিরোধী শিবিরের মধ্যে। তবে এই মুহূর্তে জাকির হোসেনের হামলার ঘটনার পেছনে কে বা কারা তার খোঁজ পাওয়া যায়নি। আর সেই খোঁজ পেতে দ্রুত তদন্ত চালাচ্ছে রাজ্যের তদন্তকারী অফিসাররা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!