এখন পড়ছেন
হোম > অন্যান্য > জিও-ফেসবুকের ‘ফ্রি ডাটা’ পেতে গিয়ে ফাঁসতে পারেন প্রতারণা চক্রের হাতে? জানুন বিস্তারিত

জিও-ফেসবুকের ‘ফ্রি ডাটা’ পেতে গিয়ে ফাঁসতে পারেন প্রতারণা চক্রের হাতে? জানুন বিস্তারিত


একেই বলে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। সারা বিশ্ব যখন করোনা আতঙ্কে ত্রাসে কম্পমান, ঠিক সেসময় আবারও সুনিপুণভাবে জালিয়াতি চক্রগুলি নিজেদের কাজ সারতে বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে আরো সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন জালিয়াতি চক্র। এবার রিলায়েন্স জিওর পক্ষ থেকে গ্রাহকদের এই জালিয়াতি চক্র থেকে সাবধান করে দেওয়া হলো। উল্লেখ্য, কিছুদিন আগে ফেসবুকে সঙ্গে জিওর একটি ব্যবসায়িক চুক্তি হয়েছে।

সেই চুক্তিকেও এবার কাজে লাগাতে লেগে পড়েছে জালিয়াতিকারীরা। জানা  গেছে, গ্রাহকদের আকর্ষণ করার জন্য বা তাঁদের নিজেদের জালে ফেলার জন্য জালিয়াতকারীরা এবার অফার দিচ্ছে জিও এবং ফেসবুকের পক্ষ থেকে নাকি প্রতিদিন 25 জিবি করে ডেটা দেওয়া হবে 6 মাস ধরে। গ্রাহকদের সতর্ক করা হয়েছে, এ ধরনের কোনো মেসেজ যদি ফোনে আসে তাহলে যেন তাঁরা কোনোভাবেই প্রত্যুত্তর না দেন। এই ধরনের কোনো মেসেজের সঙ্গে জিও এবং ফেসবুকের কোন সম্পর্ক নেই বলেই জানানো হয়েছে।

যে মেসেজটি মোবাইলে প্রথমে আসছে সেটি হলো ‘Good News! Jio and Facebook are giving 25GB Data Daily for 6 months to all Jio users due to the lockout of COVID-19. Download this app now.’ এবং এই মেসেজ পাওয়ার পর যেসব গ্রাহকরা মেসেজে উল্লিখিত অ্যাপটিতে ক্লিক করছেন, সঙ্গে সঙ্গে তাঁদের কাছে একটি ওয়েব পেজ খুলে যাচ্ছে। যেটি জিওর ডুপ্লিকেট বলেই ধারণা করা হচ্ছে এবং সেখানে পৌঁছানোর জন্য গ্রাহকদের মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং এখানেই চূড়ান্ত সর্তকতা জারি করেছেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে, এই নাম্বার দিলে সবার আগে মোবাইল ফোনের ভায়া বিভিন্ন ভাইরাস ঢুকতে পারে। জিও কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোন অফার সংক্রান্ত ব্যাপার থাকে তাহলে সেটি প্রথম কোম্পানি ঘোষণা করবে। দেশের করোনা পরিস্থিতির মাঝেই বিভিন্ন সময় বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে এবং প্রত্যেকেই মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন হোয়াটস্যাপকে। হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এই গুজব আটকানোর।

কিন্তু তা সত্বেও পরিস্থিতির বিন্দুমাত্র যে উন্নতি হয়নি তা এবারের নতুন জিও অফারটি থেকেই বোঝা যাচ্ছে। তাই গ্রাহকদের জন্য বিধিবদ্ধ সতর্কীকরণ জিওর পক্ষ থেকে। বলা হয়েছে, কোন কিছু যাচাই না করে গ্রাহকরা যেন নির্দেশ পালনে ব্যস্ত না হয়ে পড়েন। এই ধরনের গুজব অবশ্য আগেও রটেছে। কিন্তু করোনার প্রাক্কালে যেহেতু সবাই গৃহবন্দী, তাই ইন্টারনেটকেই শিকার বানানো হচ্ছে জালিয়াতি করার জন্য। গৃহবন্দি হয়ে থাকার জন্য মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন এই মুহূর্তে প্রবলভাবে। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে জালিয়াতরা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত এই জালিয়াতি চক্রকে রোখার জন্য গ্রাহকদের হতে হবে অতিমাত্রায় সচেতন এবং সক্রিয় বলে আবেদন জানানো হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!