এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আগেভাগে সামাল দিতে এবার বিশেষ পদক্ষেপ কেন্দ্রের, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার উন্নতিকল্পে সাহায্য

করোনা আগেভাগে সামাল দিতে এবার বিশেষ পদক্ষেপ কেন্দ্রের, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার উন্নতিকল্পে সাহায্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল গোটা দেশকে। বিভিন্ন রাজ্যের পরিস্থিতি মাত্রাছাড়া আশঙ্কাজনক হয়ে দাঁড়িয়েছিল। এই অবস্থায় কোন রকমে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এবার আরো একবার ভ্রুকুটি দেখাচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। দেশের দৈনিক সংক্রমণ যদিও নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বিভিন্ন রাজ্যের করোনা সংক্রমণ কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে উঠছে, যা নিয়ে প্রবল চিন্তিত কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বিভিন্ন রাজ্যের পরিস্থিতি দেখে জানিয়েছেন, যে কোনো মুহূর্তে দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে।

তাই আগেভাগেই এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দ্বিতীয় দফায় রাজ্যগুলিকে টাকা দিয়ে করোনা সামাল দিতে আগাম প্রস্তুতি নেওয়ার কথা বলা হলো। শুক্রবার কেন্দ্রের তরফ থেকে ইন্ডিয়া কোভিড-19 এমার্জেন্সি রেসপন্স এন্ড হেলথ সিস্টেম প্রিপেয়ার্ডনেস প্যাকেজের পক্ষ থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে। গ্রামীণ এবং জেলা স্তরে যাতে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়, তার জন্যই এই টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কার্যত এই প্রকল্পের দ্বিতীয় দফা শুরু হয়েছে গত 22 শে জুলাই থেকে। এবারের বাজেটে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য ক্ষেত্রে 23 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

তার মধ্যে 15 শতাংশ অর্থাৎ 1827.80 কোটি টাকা গত 22 শে জুলাই বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। দ্বিতীয় কিস্তিতে 35% টাকা দেওয়া হল শুক্রবার। এই তহবিল থেকে সব মিলিয়ে রাজ্যগুলিকে সাত হাজার কোটি টাকার বেশি অনুদান দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কার্যত করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য এই টাকা খরচ করতে বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, গতবার আগে থেকে সতর্ক না থাকায় করোনা মোকাবিলায় রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল বিভিন্ন রাজ্যকে। অতীত থেকে শিক্ষা নিয়ে তাই এবার আর কোনো ফাঁকফোকর রাখছেনা কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে কেন্দ্র ও রাজ্য একজোটে প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজ্যগুলিকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের প্রয়োজনীয় সামগ্রী তালিকা এবং করোনা মোকাবিলার বিস্তারিত পরিকল্পনা কেন্দ্রের কাছে  যেন জমা করা হয়। কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে যে অর্থ সাহায্য করা হচ্ছে সেই তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার কথা বলা হয়েছে। কার্যত এই প্রকল্পের মোট বরাদ্দের 60% দিচ্ছে কেন্দ্র এবং রাজ্যকে দিতে হচ্ছে 40%। এই পুরো অর্থ খরচ করে যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে করোনা আটকাতে। উত্তর-পূর্ব ভারতের ক্ষেত্রে অবশ্য কিছুটা হিসেব অন্য। সেখানে 90 শতাংশই দেবে কেন্দ্র, এবং 10 শতাংশ খরচ করবে রাজ্য।

কার্যত জানা গেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে স্বাস্থ্যপরিসেবা উন্নত করতে কি কি প্রয়োজন সেই তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে এই অর্থ সাহায্যের পরিমাণ নির্ধারণ করেছেন। পাশাপাশি জানা গিয়েছে, প্রকল্পের কাজ কিভাবে হচ্ছে সে ব্যাপারে যৌথ নজরদারী চালাবে কেন্দ্র ও রাজ্য সরকার। করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে রাজ্য এবং কেন্দ্র যে একসাথে কাজ করবে, তা বাদল অধিবেশনেও উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে অক্সিজেন এবং হসপিটালের বেডের যে সংকট দেখা দিয়েছিল তা যাতে ভবিষ্যতে আর না ফিরে আসে, তার জন্য আগেভাগেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর তাই কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে সাহায্য করার মাধ্যমে নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আর সেক্ষেত্রে গ্রামীণ এবং জেলাস্তরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য বিশেষ জোর দেওয়া হচ্ছে। আপাতত কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে করোনার তৃতীয় ঢেউ কতটা ঠেকিয়ে রাখতে পারে, সেদিকে থাকবে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!