এখন পড়ছেন
হোম > জাতীয় > জনতার ব্যাপক ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

জনতার ব্যাপক ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে লড়াইয়ের ময়দান প্রস্তুুত হয়ে গিয়েছে। কার্যত উত্তর প্রদেশের বিভিন্ন রাজনৈতিক দল এককভাবে এবার লড়াইয়ে নামতে চলেছে। তবে যোগী শাসনের অবসান ঘটাতে এবং বিজেপিকে রাজ্যের মসনদ থেকে সরাতে এককাট্টা বিরোধীরা। কিন্তু গেরুয়া শিবিরও লড়াইয়ের ময়দান এত সহজে ছাড়তে রাজি নয় বরং তাঁরা রীতিমতো ময়দান সাজাচ্ছে।

কিন্তু তার মধ্যেই হয়ে গেল একটি অস্বস্তিজনক ঘটনা। উত্তরপ্রদেশের মুজফরনগরে বিজেপি বিধায়ক গিয়েছিলেন সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতে। আর সেখানেই তিনি এলাকার বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন। জানা গিয়েছে, মুজফরনগরের সিসৌলি গ্রামের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক উমেশ মালিক। সেখানেই তিনি জনতার বিক্ষোভের মুখে পড়েন। ক্ষিপ্ত জনতা তাঁর বিরুদ্ধে স্লোগান তোলে মুর্দাবাদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তাঁর গাড়িতে কাদা এবং কালো কালি ছোঁড়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যাপক চাপানউতোর সৃষ্টি হয়েছে উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে। জানা গিয়েছে বিক্ষুব্ধ জনতার এই ভয়ঙ্কর রূপ দেখে বিন্দুমাত্র সেখানে আর অপেক্ষা করেননি বিজেপি বিধায়ক ও অন্যান্য বিজেপি নেতারা। তাঁরা সোজা পালিয়ে গিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক উমেশ মালিক জানিয়েছেন, তাঁর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে এবং এই হামলা ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্যরা করেছে বলে তিনি দাবি করেছেন।

পাশাপাশি তাঁর অভিযোগ, এই ঘটনায় তাঁর সহায়ক ধর্মেন্দ্র এবং নিরাপত্তারক্ষী দীপক আহত হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিধায়কের সঙ্গে এই ঘটনা কার্যত গেরুয়া শিবিরের পক্ষে তীব্র অস্বস্তির জন্ম দিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, মুজফরনগরের ঘটনা কার্যত ভোটের বাজারে আগামী দিনে বিরোধীদের প্রচারের অঙ্গ হয়ে উঠবে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!