এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শাহের সফরের আগেই ঐক্যের ছবি, ড্যামেজ কন্ট্রোলে বঙ্গ বিজেপি!

শাহের সফরের আগেই ঐক্যের ছবি, ড্যামেজ কন্ট্রোলে বঙ্গ বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বঙ্গ বিজেপিতে চরম গোষ্ঠীদ্বন্দ্ব। এক নেতার সঙ্গে অপর নেতার বনিবনা হচ্ছে না। প্রায়শই এই অভিযোগ উঠতে দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অমিত শাহ পশ্চিমবঙ্গে পা রাখার আগেই কার্যত ঐক্যের ছবি সামনে আনার চেষ্টা করলো বঙ্গ বিজেপি। যেখানে দলের এক কর্মসূচিতে প্রথম সারির সমস্ত নেতা নেত্রীরা এক ফ্রেমে বন্দী হলেন। যা দেখে অনেকেই বলছেন, অমিত শাহ দলে অনৈক্যের জন্য ধমক দিতে পারেন। তাই তার আগে হাইপ্রোফাইল নেতারা এক ফ্রেমে বন্দী হয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন।

সূত্রের খবর, বুধবার শহীদদের প্রতি সম্মান জানাতে বিজেপির পক্ষ থেকে একটি কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে প্রথম সারির নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। আর সেই কর্মসূচিতেই অগ্নিমিত্রা পল একটি নিজস্বী তোলেন। যেখানে এক ফ্রেমে বন্দী হন, দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একাংশের মতে, এই ছবি তুলে বঙ্গ বিজেপি নিজেদের ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করল।

মূলত, অমিত শাহ বিজেপিকে নিয়ে একটি বৈঠক করবেন বলে খবর। আর সেই বৈঠকেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি ধমক দিতে পারেন বলেও মনে করা হচ্ছে। তাই তার আগেই কেন্দ্রীয় নেতৃত্বের ধমক থেকে যাতে বাঁচা যায়, তার জন্যই এই কৌশলী পন্থা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!