এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > চিদাম্বরমকে বিক্ষোভ দেখালেও নরম সুর অধীরের, কারন জানলে চমকে যাবেন!

চিদাম্বরমকে বিক্ষোভ দেখালেও নরম সুর অধীরের, কারন জানলে চমকে যাবেন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে সবসময় সোচ্চার হতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। বিভিন্ন ইস্যুতে দুর্নীতির অভিযোগ তোলে কংগ্রেস। আর এই পরিস্থিতিতে অধীর চৌধুরী মেট্রো ডেয়ারি দুর্নীতির মামলায় যখন রাজ্যের বিরুদ্ধে সরব হচ্ছেন, ঠিক তখনই রাজ্য সরকারের পক্ষ নিয়ে সওয়াল করছেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী পি চিদম্বরম। আর এই ঘটনাতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবিদের একাংশ। যেখানে তারা পি চিদাম্বরমকে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। তবে এই ঘটনা নিয়েই এবার কার্যত উল্টো সুর শোনা গেল অধীর চৌধুরীর গলায়।

সূত্রের খবর, বুধবার কলকাতা হাইকোর্টে পি চিদাম্বরম যেতেই সেখানে কংগ্রেসের আইনজীবীদের একাংশ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যেখানে এই বর্ষীয়ান কংগ্রেস নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল বলেও অভিহিত করা হয়। একাংশের বক্তব্য, যেখানে অধীর চৌধুরী নিজে সরকারের বিরুদ্ধে এই মামলা করেছেন, সেখানে বর্ষিয়ান কংগ্রেস নেতা কেন সরকারের পক্ষ নিয়ে সওয়াল করবেন! এর ফলে তো দলের গরিমা নষ্ট হচ্ছে! তবে এবার কংগ্রেস কর্মীরা আইনজীবিদের একাংশ পি চিদাম্বরমকে লক্ষ্য করে নানা বিক্ষোভ দেখালেও, গোটা বিষয়ে বিপরীত মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

এদিন এই প্রসঙ্গে অধীরবাবু বলেন, “আমি বহরমপুরে ছিলাম ওখানে কি হয়েছে তা টিভিতে দেখলাম। কংগ্রেস কর্মীরা তাদের ক্ষোভ জানিয়েছেন। তবে ওরা আমাকে জানিয়ে সবকিছু করেনি। ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি না। একজন মানুষের দুটি সত্ত্বা থাকতেই পারে। চিদাম্বরম যেমন রাজনীতিক, তেমনই আইন জগতের নক্ষত্র। তিনি পেশাগত কারণে কলকাতায় এসেছিলেন। এর সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলা ঠিক হবে বলে আমি মনে করি না।” স্বভাবতই অধীর চৌধুরীর এই বক্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!