এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জয়ের আনন্দের মাঝেই প্রবল দুঃসংবাদ, আগামী  সপ্তাহে দিল্লিতে ডাক পেলেন মমতা ঘনিষ্ঠ!

জয়ের আনন্দের মাঝেই প্রবল দুঃসংবাদ, আগামী  সপ্তাহে দিল্লিতে ডাক পেলেন মমতা ঘনিষ্ঠ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে হিংসা, গণতন্ত্রের কন্ঠরোধ করে তৃণমূল কমবেশি প্রত্যেকটি জেলাতেই জেলা পরিষদ দখল করেছে। তা নিয়ে তারা জয়ের আনন্দে মাততেও শুরু করেছে। বিরোধীরা অবশ্য দাবি করছে, সব কিছুরই একটা শেষ রয়েছে। এত হিংসা ধর্মে সইবে না। আর এর মাঝেই জয়ের আনন্দকে বিষাদে পরিণত করে দিল্লিতে ডাক পেলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। মূলত, কয়লা কাণ্ডে তাকে জেরা করার জন্যই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এদিন রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে ইডির পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়। এর আগে একাধিকবার তাকে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তিনি কোনোবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হননি। তবে নির্বাচনী ফল প্রকাশের পর দিন আবার তাকে নোটিশ পাঠিয়ে আগামী সপ্তাহে দিল্লিতে ইডির মুখোমুখি জেরায় সহযোগিতা করার কথা জানানো হয়েছে। তবে এবারও মলয় ঘটক জেরায় যাবেন, নাকি আবার এড়িয়ে যাবেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

বিরোধীদের দাবি, এত হিংসা, দুর্নীতি সব কিছু দেখছে বাংলার মানুষ। কিন্তু তারপরেও তারা তৃণমূলকে ভোট বাক্সে সমর্থন করেছেন, এটা মানতে অনেকেরই কষ্ট হচ্ছে। তাই ভোটে কারচুপি করার পর এবার গণনা কেন্দ্রে কারচুপি করে বিপুল আসলে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তবে তারা যে দুর্নীতি করেছে, তার জন্য যদি তাদের ছেড়ে দেওয়া হয়, তাহলে তা ভুল হবে। তাই রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকেছে। আর সেই তদন্তে সহযোগিতা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজ্যের এই মন্ত্রীকে। তবে তিনি কতটা সহযোগিতা করবেন, সেটা একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!