এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির জয় আটকাতে নির্লজ্জ পরিকল্পনা, বাগদায় কেন্দ্রীয় মন্ত্রী! উত্তপ্ত পরিস্থিতি!

বিজেপির জয় আটকাতে নির্লজ্জ পরিকল্পনা, বাগদায় কেন্দ্রীয় মন্ত্রী! উত্তপ্ত পরিস্থিতি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের কমবেশি প্রত্যেকটি জেলাতেই বিপুল আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও তারা শান্ত হয়নি। তাদের সব চাই। প্রত্যেকটি আসনে জয়লাভ করতে না পারলে যেন বড় ক্ষতি হয়ে যাবে রাজ্যের শাসকদলের। তাই যে সমস্ত জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বিজেপি জয়লাভ করেছে এবং তাদের কোনোমতেই হারানো সম্ভব হয়নি তৃণমূলের পক্ষে, সেই সমস্ত জায়গাতেও প্রশাসনকে দিয়ে কিভাবে বিজেপি প্রার্থীদের জয় আটকে দেওয়া যায়, তার জন্য নির্লজ্জ পরিকল্পনা চলছে বলে অভিযোগ ভারতীয় জনতা পার্টির। আর সেই অভিযোগকে সামনে এনেই বাগদাতে রীতিমতো বিক্ষোভ নেমে পড়ল রাজ্যের বিরোধী দল।

প্রসঙ্গত, বাগদার বিভিন্ন এলাকায় জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের জয়ের শংসাপত্র দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বিজেপির দাবি, কিভাবে এই সমস্ত বিজেপির জয়ী আসনে তৃণমূলকে জয়লাভ করানো যায়, তার জন্য চেষ্টা করছে প্রশাসন। তাই সেই কারণে জয়ের সার্টিফিকেট না দিয়ে আরও একবার গণতন্ত্রকে হত্যা করতে চাইছে তারা। ইতিমধ্যেই গোটা ঘটনায় গণনাকেন্দ্রে প্রতিবাদ জানাতে শুরু করেছে বিজেপি প্রার্থীরা। শুধু তাই নয়, এলাকায় পৌঁছে প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

বিজেপির দাবি, আর কত নিচে নামবে জেলা প্রশাসন! কমবেশি প্রত্যেকটি জেলাতেই বিভিন্ন জায়গায় প্রচুর আসনে জয়লাভ করার কথা ছিল বিজেপির। ভোটে সন্ত্রাস করে বিজেপিকে জয়ের মুখ থেকে আটকাতে পারেনি তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও অনেক জেলা থেকেই খবর পাওয়া যাচ্ছে যে, তৃণমূলের নেতারা জেলা প্রশাসনকে কাজে লাগিয়ে গণনা কেন্দ্রেও ব্যালট বক্সে কারচুপি করেছে। বিভিন্ন জায়গায় বিজেপির জয়ী প্রার্থীদের সার্টিফিকেট না দিয়ে সেখানে পরবর্তীতে তৃণমূলকে জয় লাভ করানো হয়েছে। তবে বাগদাতেও সেই চেষ্টা করার আগেই রীতিমত প্রতিবাদে নেমে পড়ল বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। তবে শেষ পর্যন্ত গণতন্ত্রকে রক্ষা করতে নিজেদের জয়ী প্রার্থীদের জয়ের শংসাপত্র ছিনিয়ে আনতে কতটা সক্ষম হয় গেরুয়া শিবির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!