উলুবেড়িয়া ও নোয়াপাড়া উপনির্বাচনে কবে ঘোষণা হবে বিজেপি প্রার্থীর নাম? বিশেষ খবর রাজ্য December 30, 2017 মাত্র দুদিন আগেই উলুবেড়িয়া লোকসভা ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিতেই পরের দিন দুই যুযুধান প্রতিপক্ষ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রাপ্ত ভোটের নিরিখে রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্ট নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল। কিন্তু রাজ্য রাজনীতিতে প্রধান বিরোধী দলের তকমা পাওয়ার জন্য লড়াইয়ে নামা বিজেপি এব্যাপারে এখনো কিছুই জানায়নি। এমনকি অসমর্থিত বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এখনও দলের তরফে ওই দুই কেন্দ্রে পদ্মফুল চিহ্নের জন্য সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। এ নিয়ে রাজ্য নেতারা আজ নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনা করবেন। অন্যদিকে উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনে বিজেপির তরফে দায়িত্বপ্রাপ্ত তথা দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, যে কোনও ভোটেই প্রার্থীর নাম ঘোষণা হওয়ার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট নিয়ম রয়েছে। রাজ্য পার্টির তরফে একাধিক প্রার্থীর নামের তালিকা দিল্লিতে পাঠানো হয়। পরবর্তী সময়ে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি আলোচনায় বসে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করে। সেই মতো আজ, শনিবারের মধ্যে আমরা সম্ভাব্য নামের তালিকা পাঠিয়ে দেব। তবে দুই ক্ষেত্রেই স্থানীয় প্রার্থীর উপরই জোর দিচ্ছে রাজ্য কমিটি। উলুবেড়িয়া কেন্দ্রে একাধিক কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে বড়সড় সমাবেশ করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। রাজ্যের পর্যবেক্ষক তথা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সহ আরও কয়েকজন উলুবেড়িয়ায় সভা করতে আসবেন। আপনার মতামত জানান -