এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূল ত্যাগ হেভিওয়েট নেতার, বিজেপি যোগে উজ্জীবিত গেরুয়া শিবির!

তৃণমূল ত্যাগ হেভিওয়েট নেতার, বিজেপি যোগে উজ্জীবিত গেরুয়া শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন ধরেই দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছিল তৃনমূল নেতা জয়দীপ ঘোষকে। তবে তিনি যে তৃনমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেবেন, তা অনেকেই কল্পনা করতে পারেনি। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূল ত্যাগ করে বিজেপির সঙ্গে যুক্ত হলেন দিনহাটা ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি জয়দিপ ঘোষ। মূলত, দিনহাটার তৃণমূল বিধায়কের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণেই তিনি সদলবলে বিজেপিতে যুক্ত হয়েছেন বলে মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে উপস্থিত হন জয়দিপ ঘোষ। যেখানে তার সঙ্গে 500 জন তৃণমূল কর্মী বিজেপিতে যুক্ত হয়েছেন বলে খবর। এদিন তার হাতে দলের পতাকা তুলে দেন জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন সকলে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চাইছে, তখন এই তৃণমূল নেতা কেন বিজেপিতে যুক্ত হলেন!

এদিন এই প্রসঙ্গে জয়দীপ ঘোষ বলেন, “গত উপনির্বাচন এবং পৌরসভা নির্বাচনে যেভাবে সন্ত্রাস হয়েছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। ভারতীয় জনতা পার্টিই পারে দিনহাটায় শান্তি ফেরাতে। তাই দিনহাটায় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা।” একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে এই যোগদানের তৃণমূল কংগ্রেস অত্যন্ত চাপের মুখে পড়ে গেল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!