এখন পড়ছেন
হোম > অন্যান্য > নতুন বছরে নতুন উপহার নিয়ে হাজির হচ্ছে জিও। জানুন বিস্তারিত

নতুন বছরে নতুন উপহার নিয়ে হাজির হচ্ছে জিও। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রিলায়েন্স জিও নামটা শুনলেই গ্রাহকদের মধ্যে একগুচ্ছ নতুন পরিষেবার কথাই মনে পড়ে। এই বছর বিভিন্ন উৎসব উপলক্ষে জিও গ্রাহকদের নতুন নানা সুবিধা উপহার দিয়েছিল। অন্যদিকে সম্প্রতি রিলায়েন্স এর সব মিলিয়ে সাবস্ক্রাইবার দাঁড়িয়েছে ৪০৬.৩ মিলিয়নে। সেখানে বছরের শুরুতে সেই কাজ অব্যাহত থাকবে না, সেটা হতে পারে না।

তাই বছরের শুরুতে গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নিয়ে হাজির হচ্ছে জিও। জানা গেছে, আগামীকাল থেকে সমস্ত ডোমেস্টিক ভয়েস কলের ইন্টারনেট ইউসেজ চার্জ বা আইসিইউ বন্ধ করার ঘোষণা করেছে রিলায়েন্স জিও। অর্থাৎ রিলায়েন্স জিও থেকে ভারতের যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে ভয়েস কল করা যাবে। আর জানুয়ারির ১ তারিখ থেকেই গ্রাহক এই পরিষেবা পাবেন বলেই জানানো হয়েছে।

এতদিন যেখানে কেবলমাত্র জিও থেকে জিও ভয়েস কল বিনামূল্যে ছিল, সেখানে অন্য কোনো নেটওয়ার্কে কল করতে গেলে নির্দিষ্ট রিচার্জ প্লান রিচার্জ করতে হতো গ্রাহকদের। সেখানে এবার জিও থেকে জিওতে ফ্রীতে ফোন করার মতোই অন্যান্য যেকোন নেটওয়ার্কেও ফ্রিতে গ্রাহকেরা ভয়েস কল করতে পারবেন বলেই জানানো হয়েছে। যদিও এর আগে জিও থেকে অন্য কোনো নেটওয়ার্কে কল করার জন্য জিওই এই ব্যবস্থা চালু করেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবুও এবার থেকে তারাই প্রথম এই নতুন পরিষেবা নিয়ে আসছে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে গ্রাহককে যে কোনো চারটি প্লানের মধ্য থেকে যে কোন একটি রিচার্ড করতে হবে। এই প্রতিটি প্ল্যানই প্রিপেড প্ল্যান। সেক্ষেত্রে জিওর ১২৯ টাকা, ১৪৯ টাকা, ১৯৯ টাকা এবং ৫৫৫ টাকা রিচার্জ প্ল্যানের কথা উল্লেখ করা হয়েছে। এখানে গ্রাহক ১২৯ টাকার প্ল্যানে পাবেন ২ জিবি ডেটা, যায় বৈধতা ২৮ দিন।

১৪৯ টাকার প্ল্যানে ২৪ দিনের জন্য গ্রাহক পাবেন প্রতিদিন ১ জিবি করে ডেটা। ১৯৯ টাকার প্ল্যানে গ্রাহক ২৮ দিনের জন্য পাবেন প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। আর ৫৫৫ টাকার প্ল্যানে গ্রাহক পাবেন প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা ৮৪ দিনের জন্য। তবে এই প্রতি ক্ষেত্রেই এতদিন জিও থেকে জিও ভয়েস কল পরিষেবা বিনামূল্যে ছিল। কিন্তু অন্যান্য নেটওয়ার্কে ফোন করার জন্য একটি সীমিত সময় বর্ধিত থাকত।

তবে এবার থেকে সেই ব্যবস্থার বদলে জিও এই রিচার্জ প্লানগুলিতে জিও থেকে জিও এর মত সমস্ত নেটওয়ার্কেই ভয়েস কল আনলিমিটেড করেছে। বস্তুত ট্রাই এর নতুন নির্দেশ অনুসারে যেখানে আগামীকাল থেকে বিল অ্যান্ড কিপ ( Bill and keep) সিস্টেম চালু করা হচ্ছে, সেখানে এই পরিষেবার পাল্টা হিসেবে জিও আইসিইউ(ICU) চার্জ বন্ধ করছে বলেই রিলায়েন্স জিওর তরফ থেকে জানানো হচ্ছে। যদিও সেখানে এই পরিষেবা অন্যান্য টেলিকম সংস্থাগুলির ক্ষেত্রে নতুন প্রতিযোগিতা আনবে বলেও মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!