এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চীনকে আবারো বড় ধাক্কা মোদী-যোগীর! এবার ‘টয়েস হাব’ বানিয়ে ছিনিয়ে নিচ্ছে চীনের আধিপত্যে!

চীনকে আবারো বড় ধাক্কা মোদী-যোগীর! এবার ‘টয়েস হাব’ বানিয়ে ছিনিয়ে নিচ্ছে চীনের আধিপত্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনার আবহে ভারতের সঙ্গে লাদাখ সীমান্তে সংঘর্ষ শুরু করার পর থেকেই চীনকে নানাভাবে দুর্বল ও কোনঠাসা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। টিকটক সহ ৫৯ টি চীন app ভারতে নিষিদ্ধ করে ভারতের টেক বাজারকে চীনের দখলমুক্ত করেছে ভারত । সেই সঙ্গে এগুলির বিকল্প app বানিয়ে ভারত আত্মনির্ভর হবার পথে পদার্পন করেছিল, এবার চীনের খেলনা বাজারকে ভারত থেকে গলাধাক্কা দিতে ভারতে তৈরী হতে চলেছে সুবিশাল টয় সিটি।

সংবাদসূত্রে জানা গেছে, যোগী সরকারের ব্যবস্থাপনায় ও কেন্দ্রের সাহায্যে উত্তরপ্রদেশের নয়ডায় তৈরী হতে চলেছে সুবিশাল টয় সিটি। যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ড্রাস্টিয়াল ডেভেলপমেন্ট অথরিটি এটি তৈরী করতে চলেছে। প্যায় ১০০ একর জমি নিয়ে এটি তৈরী হবে । যেখানে স্থান পাবে ৮০ টিরও বেশি খেলনা কারখানা।বহুদিন ধরে চীন থেকে হরেররকম রংবেরং এর খেলনা আসত ভারতের বাজারে ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যাদের গুণগত ম্যান নিয়ে অবশ্য সন্দিহান অনেকেই । তবে চীনের এই খেলনার দাপটে প্রায় উঠে যেতে বসেছিল ভারতের স্থানীয় ক্ষুদ্রাকার খেলনা কোম্পানীগুলি । এবার সেই খেলনাই তৈরী হবে ভারতে । যা গুণগত মানেও হবে উৎকৃষ্ট, আর আমদানি কর মুক্ত হওয়ায় তার দামও হবে বেশ কম । আর এই বিপুল পরিমান খেলনা ভারতের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে । এর ফলে বিশ্বের খেলনা বাজারে চীনের একাধিপত্য অনেকটাই ধাক্কা খাবে ।

এরফলে একদিকে দেশ যেমন আত্মনির্ভর হবে, তেমনি এই কারখানা ভবিষ্যতে কর্ম সংস্থানের উপায় হবে ৪ লক্ষ্ ভারতবাসীর।ভারতের সীমান্তে চীনের হামলা করার পরেই ভারতবাসীকে চীনের দ্রব্য বয়কটের ডাক দিয়েছিলেন ‘থ্রি ইডিয়টস’ খ‍্যাত সোনম ওয়াংচুক । ভারতের নাগরিক হিসেবে সকলকে এ ব্যাপারে নিজের দায়িত্বও পালন করার আহ্বান জানিয়েছিলেন রাঞ্চো । এরপর থেকেই চীনকে একেরপর এক অর্থনৈতিক বয়কটের সিদ্ধান্ত নেয় ভারত । আর এ বিষয়েই ভারতের নতুন সংযোজন হলো, চীনের খেলনা বর্জন ও ভারতে খেলনা হাব নির্মাণ ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!