এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের ডাকে কি সাড়া দেবে সিপিআইএম, নিজেদের অবস্থান নিয়ে মুখ খুললো বামেরা

তৃণমূলের ডাকে কি সাড়া দেবে সিপিআইএম, নিজেদের অবস্থান নিয়ে মুখ খুললো বামেরা

লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি ও বিজেপির প্রবল উত্থান ঘটেছে। আর তৃণমূলের এই ভরাডুবি পেছনে ও বিজেপির ভোটব্যাংক শক্ত করাতে বাম- কংগ্রেসের ভোটের অনেকটাই গেরুয়া শিবিরে গেছে বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার বাম এবং কংগ্রেসকে পাশে নিয়ে লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন বিধানসভার অধিবেশনে তিনি বলেন, “সিপিএম, কংগ্রেস দেশকে ধ্বংস করবে আমি বিশ্বাস করি না। আমাদের একসঙ্গে প্রতিরোধ করা দরকার। বিজেপি ছাড়া বাংলার অন্যান্য রাজনৈতিক দলগুলো সৎ।”

তবে তারা যে কোনোমতেই তৃণমূলের পাশে থাকবে না, তা এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। শুধু তাই নয়, বাংলায় বিজেপির উত্থানে তৃণমূলই দায়ী বলেও অভিযোগ করেছেন এই সিপিএম নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজেপির উত্থান রুখতে সিপিএম-কংগ্রেসের মধ্যে জোটের বার্তা দিলেও সেই বার্তায় নারাজ সুজন চক্রবর্তী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “বাংলায় বিজেপির উত্থানের জন্য তৃণমূলই দায়ী। তাই তৃনমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানো সম্ভব নয়।”

পাশাপাশি তিনি আরও বলেন, “তৃনমুল ডুবন্ত নৌকা। তাই আমরা সকলে মমতার পাশে দাঁড়াব, তিনি এমন দিবাস্বপ্ন দেখবেন না।” এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উত্থান রূখতে সিপিএম কংগ্রেসের মধ্যে জোটের বার্তা দিলে তা নিয়ে পাল্টা তৃনমূল নেত্রীকে আক্রমণ করেছেন বিজেপি নেতা মুকুল রায়।

এদিন তিনি বলেন, “আসলে তৃণমূল এখন রাজ্যে ক্ষয়িষ্ণু শক্তি। তাই তাদের একার পক্ষে যে বিজেপিকে রোখা সম্ভব নয়। তা মমতা বন্দ্যোপাধ্যায়ই স্বীকার করে নিয়েছেন।” তবে তৃণমূল নেত্রী প্রকাশ্যে বিজেপিকে রুখতে সিপিএম, কংগ্রেসকে পাশে চাইলেও তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বাম বিরোধীতার মধ্যে দিয়ে তৃণমূলের জন্ম। ফলে তৃণমূলের পুরনো দিনের কর্মীরা যদি সিপিএমকে সঙ্গে নিয়ে একসাথে বিজেপিকে রুখতে হয়, তাহলে তারা অনেকেই দল ছেড়ে দিতে পারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পেছনেও অত্যন্ত ভুল রয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!